সোমবার ১০ মার্চ ২০২৫
   
জেলা প্রশাসনের উদ্যোগে
পিরোজপুরে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:০৫ পিএম
পিরোজপুর জেলা প্রশাসন আসন্ন পবিত্র মাহে রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ী নেতাদের সাথে এক মতবিনিময় সভা আয়োজন করেছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, মেজর শোভন শাহরিয়ার, পিরোজপুর পৌরসভার প্রশাসক মোঃ আসাদুজ্জামান, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড. রানা মিয়া, এবং জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আহসানুল কবির। এছাড়া পিরোজপুর বাজারের বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দও সভায় উপস্থিত ছিলেন।

সভায় বক্তরা বলেন, আসন্ন পবিত্র মাহে রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী এবং আর্থদার দ্রব্যমূল্যের দাম বাড়ানোর চেষ্টা করছে। এই অবস্থায় পবিত্র রমজানে ব্যবসায়ীদের কাছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখার জন্য আশা প্রকাশ করেন তারা।

জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বলেন, "রমজান মাসে নিয়মিত বাজার মনিটরিং করা হবে। জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট, ভোক্তা অধিকার কর্মকর্তাবৃন্দ, পুলিশ সদস্যরা এবং ছাত্র প্রতিনিধিরা বাজারে নজরদারি করবেন। ব্যবসায়ীরা যদি অসৎ উপায়ে ব্যবসা করেন, তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।" তিনি টিসিবি, মাছের বাজার, মাংসের বাজার, ফলের বাজার, গুড়মুড়ির বাজার এবং সবজি বাজারের ব্যবসায়ী নেতাদের সাথে কথা বলেন এবং এসব পণ্যের গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি অপ্রত্যাশিত মূল্যে বিক্রি রোধে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন।

এ সময় জেলা প্রশাসক আরও জানান, "রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এবং বিশেষভাবে বাজারে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি নিশ্চিত করতে ব্যবসায়ীদের প্রতি কঠোর নির্দেশনা থাকবে।"

এই সভার মাধ্যমে পিরোজপুর জেলা প্রশাসন রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেয়।

স্বদেশ প্রতিদিন/এমআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝