মঙ্গলবার ৪ মার্চ ২০২৫
   
ফিল্মি স্টাইলে প্রবাসীর বাড়িতে ভাঙচুর-লুটপাট, আটক ১
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ মার্চ, ২০২৫, ১:৪৯ পিএম
নোয়াখালী সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের কৃষ্ণরামপুর গ্রামে এক প্রবাসীর বাড়িতে দিন দুপুরে হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে এই ঘটনা ঘটে। হামলাকারীরা শুধু বাড়ির ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুরই করেনি, তারা বাড়ির আসবাবপত্র পুকুরে এবং সড়কের ওপর ফেলে দিয়ে চলে যায়।

ভুক্তভোগী সৌদি প্রবাসী নুরুল আফসার সুমন (৪৫) অভিযোগ করেন, তার সঙ্গে একই এলাকার শাহ্ আলমের দুই ছেলে আলমগীর (৩৫) ও জাহাঙ্গীর (৩৭) এর জায়গা নিয়ে বিরোধ চলছে। কয়েকটি সালিশ বৈঠক হলেও সমস্যার সমাধান হয়নি। গত কিছুদিন আগে আলমগীর একটি মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর সুমনকে হুমকি দিয়ে আসছিলেন। শুক্রবার বিকাল ৫টার দিকে আলমগীর ও জাহাঙ্গীরের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক সন্ত্রাসী মাইক্রোবাসে এসে সুমনের বাড়িতে হামলা চালায়।

অস্ত্রধারী সন্ত্রাসীরা সুমনের বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা সুমনের স্ত্রী, শ্বাশুড়ি ও অন্যান্য নারী সদস্যদের পিটিয়ে আহত করে এবং তাদের ঘর থেকে বের হয়ে যেতে বাধ্য করে। এরপর তারা ঘরের প্রতিটি কক্ষে প্রবেশ করে সবকিছু তছনছ করে এবং নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুটে নেয়। তারা সুমনের ঘরের খাট, সোফা, ওয়াশিং মেশিন, ফ্রিজ, হাড়িপাতিলসহ সব কিছু বের করে পাশের পুকুরে এবং সড়কে ফেলে দেয়।

নুরুল আফসার সুমন বলেন, “আলমগীর একজন সন্ত্রাসী, যিনি জেল খেটেছেন এবং জামিনে বের হয়ে এসে আমাকে বারবার হুমকি দিয়ে আসছিলেন। আমি পুলিশকে জানালেও তারা কোন পদক্ষেপ নেয়নি, যার ফলে আজ আমার সবকিছু শেষ হয়ে গেছে।” তিনি আরো বলেন, “আমার ২২ বছরের প্রবাস জীবনের সব আয় আজ নিঃশেষ হয়ে গেছে, সন্ত্রাসীরা ৩৬ ভরি স্বর্ণ, ৭ লাখ টাকা এবং মূল্যবান অন্যান্য জিনিসপত্র নিয়ে গেছে।”

স্থানীয় লোকজনও এ ঘটনা নিয়ে ক্ষুব্ধ এবং বিষ্মিত। তারা জানান, সন্ত্রাসীরা ফাঁকা গুলি ও ককটেল ফাটিয়ে এলাকার মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।

এ ঘটনায় সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে এই হামলা এবং লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং জাহাঙ্গীর নামে এক ব্যক্তিকে আটক করে। তিনি বলেন, “এ ঘটনায় মামলা নেওয়া হচ্ছে এবং শনিবার দুপুরে আসামিকে বিচারিক আদালতে হাজির করা হবে।”  

স্বদেশ প্রতিদিন/এমআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝