মঙ্গলবার ৪ মার্চ ২০২৫
   
পরিবর্তন করা হয়েছে নজরুল বিশ্ববিদ্যালয়ের তিন স্থাপনার নাম
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ মার্চ, ২০২৫, ১:৫৬ পিএম
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৮৮ তম সিন্ডিকেট সভায় তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই সভায় সিদ্ধান্ত গৃহীত হয়, যার ফলে বিশ্ববিদ্যালয়ের দুটি হল এবং একটি চত্বরের নাম পরিবর্তন করা হয়।

স্থাপনা তিনটির মধ্যে রয়েছে দুটি হল ও একটি চত্বর। সেই হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে 'বিদ্রোহী হল' ; বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে 'শিউলিমালা হল' ; এবং বঙ্গবন্ধু স্কয়ারের নাম পরিবর্তন করে 'জুলাই ২৪ স্কয়ার' করা হয়েছে।

এই নামকরণগুলো নজরুল সাহিত্যের অবদান এবং জুলাই বিপ্লবের স্মৃতিকে সম্মানিত করার উদ্দেশ্যে করা হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে জুলাই বিপ্লবের পরবর্তীতে স্বৈরাচারের চিহ্ন বিলোপের লক্ষ্যে এই নাম পরিবর্তন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী সানোয়ার রাব্বি বলেন, “জুলাই বিপ্লবের পর স্বৈরাচারের কোনো চিহ্ন বাংলাদেশে থাকুক সেটি আমরা চাই না। নজরুলের শ্রেষ্ঠ দুটি সৃষ্টির নামে হলের নামকরণ করায় আমরা আনন্দিত। পাশাপাশি জুলাই বিপ্লব স্মরণে 'জুলাই ২৪ স্কয়ার' নামকেও সাধুবাদ জানাই।”

এছাড়া, শিক্ষার্থীরা আশা প্রকাশ করেছেন যে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের অন্য স্থাপনা বা সৃষ্টিকর্মের নামকরণ কোনো ব্যক্তিকেন্দ্রিক না হয়ে বরং জাতির ইতিহাস এবং সংগ্রামের ওপর ভিত্তি করে করা হবে।

স্বদেশ প্রতিদিন/এমআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝