সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত বাসের ভেতর যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে আবারও ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় বাসে থাকা ২০-২৫ জন যাত্রীর মোবাইল ফোন ও মানিব্যাগসহ মূল্যবান মালামাল ছিনিয়ে নেয় ডাকাতরা।
রোববার (২ মার্চ) দুপুরে ওই মহাসড়কের সাভারের পুলিশ টাউন এলাকায় রাজধানী পরিবহনের একটি চলন্ত বাসে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী বাসযাত্রী নাজমুল হুদা বলেন, দুপুরে আশুলিয়ার শ্রীপুর থেকে রাজধানী পরিবহনের একটি বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। পরে বাসটি ২০-২৫ জন যাত্রী নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় যাত্রী নেওয়ার জন্য থামলে ডাকাতদের কবলে পড়ে। এসময় ৫-৬ জন ডাকাত সদস্য দেশীয় অস্ত্রের মুখে বাসের যাত্রীদের মানিব্যাগ ও মোবাইল ফোনসহ মূল্যবান জিনিস ছিনিয়ে নেয়। এরপর তারা দ্রুত বাস থেকে নেমে পালিয়ে যায়।
এর আগে গত ১৪ ফেব্রুয়ারি দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের একই স্থানে শুভযাত্রা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে একই কায়দায় তিন যাত্রীকে ছুরিকাঘাত করে ডাকাতির ঘটনা ঘটে।
স্বদেশ প্রতিদিন/কেএইচ