সোমবার ১০ মার্চ ২০২৫
   
৪১ জেলায় সিভিল সার্জন হিসেবে নিয়োগ পেলেন যারা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ১১:১৪ পিএম আপডেট: ০৪.০৩.২০২৫ ১১:১৮ PM
সরকার দেশের ৪১ জেলায় নতুন সিভিল সার্জন নিয়োগ দিয়েছে। রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব সানজিদা শারমিন স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

প্রথম প্রজ্ঞাপনে ১২ জেলায় নতুন সিভিল সার্জন নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে কুমিল্লায় নিয়োগ পেয়েছেন ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমেদ, ঝিনাইদহে ডা. মো. কামরুজ্জামান, ময়মনসিংহে ডা. মোহাম্মদ ছাইফুল ইসলাম খান, বান্দরবানে ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী, লক্ষ্মীপুরে ডা. মোহাম্মদ আবু হাসান শাহীন, খুলনায় ডা. মোছা. মাহফুজা খাতুন ও মাদারীপুরে ডা. মোহাম্মদ শরীফুল আবেদীন কমল।

রাজবাড়ি জেলার সিভিল সার্জন (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. এস এম মাসুদ, চাঁপাইনবাবগঞ্জের ডা. এ কে এম শাহাব উদ্দিন, বগুড়ায় ডা. এ কে এম মোফাখ্খারুল ইসলাম, বাগেরহাটে ডা. আ স ম মাহবুবুল আলম, রাজশাহীতে ডা. এস আই এম রাজিউল করিম নিয়োগ পেয়েছেন।

দ্বিতীয় প্রজ্ঞাপনে ২৯ জেলায় নতুন সিভিল সার্জন নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ফেনীতে ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম, পাবনায় ডা. মো. আবুল কালাম আজাদ, শেরপুরে ডা. মুহাম্মদ শাহীন, জামালপুরে ডা. মোহাম্মদ আজিজুল হক, পটুয়াখালীতে ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া, মেহেরপুরে ডা. এ, কে, এম আবু সাঈদ, নেত্রকোনায় ডা. মো. মামুনুর রহমান, টাঙ্গাইলে ডা. ফরাজী মো. মাহবুবুল আলম মঞ্জু, পঞ্চগড়ে ডা. মো. মিজানুর রহমান, ঠাকুরগাঁওয়ে ডা. শ্যামলী সাহা, কুড়িগ্রামে ডা. মো. আল মামুন, গাইবান্ধায় ডা. মো. রফিকুজ্জামান নিয়োগ পেয়েছেন।

এছাড়া বরিশালের সিভিল সার্জন (চলতি দায়িত্ব) পদে নিয়োগ পেলেন ডা. এস এম মনজুর-এ-এলাহী। কুষ্টিয়ায় ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন, গাজীপুরে ডা. মো. গোলাম মাওলা, শরীয়তপুরে ডা. মো. রেহান উদ্দিন, সিলেটে ডা. মোহাম্মদ নাসির উদ্দিন, নোয়াখালীতে ডা. মরিয়ম সিমি, পিরোজপুরে ডা. মো. মতিউর রহমান, কক্সবাজারে ডা. মোহাম্মদুল হক ও ঝালকাঠিতে ডা. মোহাম্মদ হুমায়ূন কবীরকে নিয়োগ দেওয়া হয়েছে।

জয়পুরহাটে সিভিল সার্জন পদে নিয়োগ পেয়েছেন ডা. স্বপন কুমার বিশ্বাস, লালমনিরহাটে ডা. আব্দুল হাকিম, কিশোরগঞ্জে ডা. অভিজিত শর্মা, বরগুনায় ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ।

এদিকে নওগাঁয় ডা. মো. আমিনুল ইসলাম, রংপুরে ডা. শাহীন সুলতানা, নীলফামারীতে ডা. মো. আব্দুর রাজ্জাক ও মানিকগঞ্জে  ডা. আসিফ মাহমুদ নিয়োগ পেয়েছেন।

স্বদেশ প্রতিদিন/এইচআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝