নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষা থেকে দল গঠনের পর নির্বাচন সামনে রেখে দ্রুত নিবন্ধনের দিকে হাঁটছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। চলতি মাসেই সব কাজ শেষে এপ্রিলেই নিবন্ধনের জন্য আবেদন করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
নতুন এই দলের নেতারা জানান, সাংগঠনিক ভিত্তি মজবুত করতে বেশি মনযোগী তারা। সাধারণ সভা করে দ্রুই গঠনতন্ত্র কমিটি করা হবে। যেখানে গুরুত্ব পাবে অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা।
দলটির যুগ্ম মুখ্য সংগঠক এস এম শাহরিয়ার বলেন, জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার জন্য নিবন্ধন খুব গুরুত্বপূর্ণ। আমরা রোজার সময়টাকে আমাদের প্রস্তুতির জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করছি। নিবন্ধন পেতে যা করণীয় আমরা এ মাসেই সব প্রস্তুত করে এপ্রিলেই আবেদন করতে পারবো।
এদিকে রাজনৈতিক দলের নিবন্ধনের বর্তমান আইনকে কালো আইন মনে করছেন দলটির নেতারা। দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, বর্তমান যে নিবন্ধন আইন আছে, এটাকে আমরা কালো আইন হিসেবেই দেখি। ইতিমধ্যে নির্বাচন সংস্কার কমিশনও এই আইন সংস্কারের জন্য বেশ কিছু প্রস্তাবনা দিয়েছে। তারপরও বিদ্যমান আইনে নিবন্ধন পাওয়া এনসিপির জন্য কঠিন হবে না বলে মনে করেন তিনি।
দলটির নেতারা বলছেন, জনগণের মুক্তি ও নাগরিক হয়ে ওঠার পথ সুগম করতে সেকেন্ড রিপাবলিকের কথা বলছেন তারা। এ লক্ষ্য পূরণে জনমত গঠনে কাজ চলছে, রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনা করবেন তারা।
আরিফুল ইসলাম আদীব বলেন, বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য, নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য, সেকেন্ড রিপাবলিক অবশ্যই আমাদের প্রয়োজন।
এস এম শাহরিয়ার বলেন, আমরা যদি নতুন সংবিধান না করতে পারি। আমাদের রাষ্ট্র কাঠামোতে যে ফ্যাসিবাদী ব্যবস্থা রয়েছে, সেটি কখনো বিলোপ করা সম্ভব হবে না।
স্বদেশ প্রতিদিন/কেএইচ