সোমবার ১০ মার্চ ২০২৫
   
বালিয়াকান্দিতে স্ত্রীকে আনতে গিয়ে পিটুনি খেলেন স্বামী
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৪:২২ পিএম আপডেট: ০৮.০৩.২০২৫ ৩:১৩ এএম
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামে স্ত্রীর সাথে দেখা করতে গিয়ে পিটুনির শিকার হয়েছেন স্বামী সাব্বির (১৮)। তাকে পুলিশ উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় এলাকার মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং যে কোনো সময় সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে।

বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামের আলমগীর হোসেনের মেয়ে মিথিলা (১৬) ও শরিফুল ইসলামের ছেলে সাব্বির (১৮) ২০২১ সালে প্রেমের সম্পর্ক গড়ে পালিয়ে যায়। এরপর তারা আবার ফিরে আসে এবং দুজনেই তাদের পিতামাতার কাছে ফিরে যায়। তবে ২০২৪ সালে তারা পুনরায় পালিয়ে গিয়ে নোটারী পাবলিকের মাধ্যমে বিবাহ করেন। এরপর মিথিলার বাবা ও স্থানীয়দের সহায়তায় মিথিলাকে উদ্ধার করে তার বাবার জিম্মায় নেয়া হয় এবং এর বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় অপহরণের মামলা দায়ের করা হয়।

গতকাল মঙ্গলবার (৪ মার্চ) রাতে মিথিলা ও সাব্বির আবার যোগাযোগ করেন এবং সাব্বির মিথিলার বাড়িতে চলে যান। এ সময় মিথিলার বাবা আলমগীর হোসেন ও তার পরিবারের সদস্যরা সাব্বিরকে আটক করে। তারা সাব্বিরকে বেধড়ক মারধর করে এবং একটি খেলনা পিস্তলসহ গাছের সাথে বেঁধে রাখেন। এরপর গ্রামে উত্তেজনা সৃষ্টি হয় এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষের প্রস্তুতি নেওয়া হয় যেখানে দেশীয় অস্ত্র ব্যবহার করার প্রস্তুতি নেয়া হয়।

এ ঘটনা জানাজানি হওয়ার পর বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাব্বিরকে উদ্ধার করে এবং আহত অবস্থায় তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে আজ বুধবার দুপুর ২টা পর্যন্ত থানায় কেউ অভিযোগ দায়ের করেনি। পুলিশ বলছে যদি অভিযোগ দায়ের করা হয় তবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন জানান, একটি খেলনা পিস্তলসহ সাব্বিরকে উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগের অপেক্ষায় রয়েছে পুলিশ।

এদিকে দু'দল গ্রামবাসীর মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা জরুরি হয়ে দাঁড়িয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝