প্রকাশ: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ৪:২৬ পিএম

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শেখ পরিবারের নামে থাকা চারটি আবাসিক হল ও একটি ভবনের নাম পরিবর্তন করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৬৭তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বুধবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের প্রেরিত পত্রের আলোকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের নামে থাকা স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে
সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে শাহ আজিজুর রহমান হল শেখ রাসেল হলের পরিবর্তে শহীদ আনাছ হল এবং নারী শিক্ষার্থীদের জন্য বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা হল রাখা হয়েছে এছাড়া শেখ হাসিনা হলের নাম পরিবর্তন করে জুলাই-৩৬ হল এবং ড এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের পরিবর্তে ইবনে সিনা বিজ্ঞান ভবন নামকরণ করা হয়েছে
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জানায় নীতিগত সিদ্ধান্তের ভিত্তিতে নাম পরিবর্তন করা হয়েছে যা কার্যকর করা হবে বিশ্ববিদ্যালয়ের পরবর্তী দাপ্তরিক কার্যক্রমের মাধ্যমে তবে এ সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এমআর