সোমবার ১০ মার্চ ২০২৫
   
ভোলায় কোস্টগার্ড দক্ষিণ জোনের অভিযানে বিপুল অস্ত্র, মাদক ও অবৈধ মাছ উদ্ধার
৭০ জন সন্ত্রাসী ও ডাকাতকে আটক
এইচ আর সুমন, ভোলা
প্রকাশ: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ৪:৪৮ পিএম
ভোলা ও উপকূলীয় বিভিন্ন এলাকায় কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা গত ছয় মাসে একাধিক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক এবং অবৈধ মাছ উদ্ধার করেছে। এ সময় ৩৪টি আগ্নেয়াস্ত্র, ৫৭ রাউন্ড তাজা গুলি, সাউন্ড গ্রেনেড, ককটেল, হাতবোমাসহ ৭০ জন সন্ত্রাসী ও ডাকাতকে আটক করা হয়।

আজ (৫ মার্চ) সকালে ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ ইমাম হাসান আজাদ এসব তথ্য জানান।

ক্যাপ্টেন মোহাম্মদ ইমাম হাসান আজাদ বলেন, গোয়েন্দা তৎপরতা এবং সার্বক্ষণিক টহল কার্য পরিচালনা করার মাধ্যমে গত ছয় মাসে দক্ষিণ জোনের তত্ত্বাবধানে ৩১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩টি বিদেশি পিস্তল, ৫৭ রাউন্ড তাজা গোলা, ১০ রাউন্ড ব্লাংক গোলা, ৩টি সাউন্ড গ্রেনেড, ১২টি ককটেল এবং ৪৩টি হ্যান্ড বোমাসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এছাড়া মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে প্রায় ১১ কেজি অবৈধ পলিথিন, ১০ কেজি ৬৯০ গ্রাম গাঁজা, ৪ লক্ষ ২৬ হাজার ৪১১ পিস ইয়াবা, ১১৬ বোতল ফেন্সিডিল।

অপরদিকে, কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা জাটকা সংরক্ষণ অভিযান, মা ইলিশ সংরক্ষণ অভিযান, কম্বিং অপারেশন এবং মৎস্য সম্পদ রক্ষায় বিভিন্ন অভিযান পরিচালনা করেছেন। এসব অভিযানে ৪৪ কোটি মিটার অবৈধ কারেন্ট জাল, ১২ কোটি মিটার অবৈধ চরঘেরা জাল, ৪১ লক্ষ মিটার অবৈধ মশারী জালসহ ২ কোটি মিটারের বেশি অবৈধ অন্যান্য জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে।

এছাড়াও প্রায় ১ লক্ষ ২ হাজার ৬৩১ কেজি জাটকা ইলিশ, ১ হাজার ২৫০ কেজি অবৈধ সামুদ্রিক মাছ, ১ হাজার ২৪১টি পাঙ্গাশের পোনা ধরার চাই এবং ৩২ হাজার ৫৬০ কেজি পাঙ্গাসের পোনা জব্দ করা হয়েছে। পরবর্তীতে, জব্দকৃত পাঙ্গাশের পোনা তেতুঁলিয়া ও মেঘনা নদীতে অবমুক্ত করা হয়েছে।

এ সকল কার্যক্রমে কোস্টগার্ডের প্রচেষ্টা প্রশংসিত হচ্ছে, যা দেশের উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা এবং মৎস্য সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

স্বদেশ প্রতিদিন/এমআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝