সোমবার ১০ মার্চ ২০২৫
   
যশোরে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন রওনক জাহান
যশোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ৪:৫৬ পিএম
যশোরে প্রথমবারের মতো নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব নিচ্ছেন রওনক জাহান। 

৪ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের আদেশ দেওয়া হয়। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রওনক জাহান যশোরের ৫১তম পুলিশ সুপার হিসেবে যোগদান করবেন এবং তিনি যশোরে দায়িত্ব প্রাপ্ত প্রথম নারী পুলিশ সুপার। তিনি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার বাসিন্দা। রওনক জাহান ২৭ বিসিএস ক্যাডার হিসেবে পুলিশে যোগদান করেন এবং তার দীর্ঘ কর্মজীবনে তিনি পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ডিএমপির উপপুলিশ কমিশনার হিসেবে তিনি তার পেশাদারিত্ব ও নিষ্ঠার জন্য প্রশংসিত হয়েছেন।

নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের পর, রওনক জাহান যশোর জেলার নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে। তার দক্ষ নেতৃত্বে জেলা পুলিশের কার্যক্রমে নতুন দিগন্তের সূচনা হবে বলে আশা করছেন স্থানীয়রা।

এদিকে, যশোরের বর্তমান পুলিশ সুপার মো. জিয়াউদ্দিন আহম্মেদকে পুলিশ অধিদপ্তরে ঢাকায় সংযুক্ত এসপি হিসেবে বদলি করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝