সোমবার ১০ মার্চ ২০২৫
   
মুশফিক-মাহমুদউল্লাহর ভবিষ্যৎ নিয়ে যা বললেন আকরাম খান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ৯:০১ পিএম
গত আসরে সেমিফাইনালে খেললেও এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ। আসরে ব্যর্থতার পরিচয় দিয়েছেন মুশফিকুর রহিম। এছাড়া রানের দেখা পাননি এক ম্যাচ খেলা মাহমুদউল্লাহ রিয়াদও। 

বয়সের কথা চিন্তা করলেও জাতীয় দলে এই অভিজ্ঞ দুই ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। তবে এ দুইজনের ভবিষ্যৎ নিয়ে তাদের নিজেদের ওপরই ছেড়ে দিতে বললেন বিসিবি পরিচালক আকরাম খান। 

বুধবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, দেখুন একটা জিনিস প্রথমে আমি মনে করি যে, যারা সিনিয়র প্লেয়ার আছে, তাদের সবাইকে সম্মান করা উচিত। খেলোয়াড়রাই বলতে পারবে একমাত্র ওর ফিটনেস, বা প্রেসার কীভাবে খেলাটা নিচ্ছে। একটা খেলোয়াড়ই বুঝতে পারে তার ভবিষ্যৎ কী। সবকিছু মিলে আমাদের খেলোয়াড়দের ওপর ছেড়ে দেয়া উচিত, সিদ্ধান্তটাও ওরাই নিক। 

তিনি আরো বলেন, যদি বেশি সমস্যা হয়... টিম ম্যানেজমেন্ট আছে, খেলোয়াড়ও আছে, বসে সিদ্ধান্ত নেয়া উচিত। আমার মনে হয় এটা নিয়ে বাইরে আলাপআলোচনা করা সম্মানজনক দেখায় না।

গত সোমবার বিসিবির বোর্ড মিটিং শেষে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমও মুশফিক-মাহমুদউল্লাহকে নিয়ে প্রশ্নের মুখে পড়েন। 

তখন গণমাধ্যমকে ফাহিম বলেন, আমার মনে হয় তাদের প্রমাণ করতে হবে। তাদের বয়সের দিক থেকে বলি, তাদের ফিটনেসের দিক থেকে বলি, তাদের পারফরম্যান্সের দিক থেকে বলি, এটা আমার কল না, এটা নির্বাচকদের কল। আমার মন্তব্য করাটা ঠিক না। কিন্তু খেলাটা সহজ হবে না।

স্বদেশ প্রতিদিন/এরআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝