সোমবার ১০ মার্চ ২০২৫
   
মুশফিকের খেলার প্রতি ত্যাগ, ভালোবাসা এটা কল্পনাতীত: তামিম
স্বদেশ অনলাইন
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ১:১৩ AM আপডেট: ০৬.০৩.২০২৫ ১:৩৮ এএম
মুশফিকুর রহিমের অবসর ঘোষণার পর বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তার এই সিদ্ধান্তের পর ফেসবুকে পোস্ট করেছেন তাসকিন আহমেদ। তামিম ইকবালও একটি বিশেষ ভিডিও বার্তা দিয়েছেন।

মুশফিকের অবসর সম্পর্কে একটি বিশেষ ভিডিও বার্তায় তামিম বলেন,একটা স্ট্যাটাসে মানুষকে বোঝাতে পারতাম না তার প্রতি আমার আবেগটা কী। তুই আস্তে আস্তে বড় হয়েছিস। তুই সাধারণ একটা ব্যাটার থেকে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার হয়েছিস। দেখেছি একটা ছেলে কতটা কষ্ট করতে পারে। একটা মানুষের পক্ষে যতটা কষ্ট করা সম্ভব সে সবই করেছে।

আমরা এটা নিয়ে অনেক সময় হাসাহাসিও করি যে একটা মানুষ এতো কষ্ট করে কেন! তার খেলার প্রতি ত্যাগ, ভালোবাসা এটা কল্পনাতীত।'

মুশফিকের মতো একজন ক্রিকেটারের সঙ্গে দীর্ঘ সময় খেলতে পারাটা তার জন্য গর্বের বিষয়। তিনি বলেন, মুশফিক বাংলাদেশের ক্রিকেটে এক অবিস্মরণীয় অবদান রেখে গেছেন, এবং তার অবসর মানে ক্রিকেটের একটি বড় অধ্যায়ের সমাপ্তি। তামিম আরও যোগ করেন, মুশফিক তার একমাত্র বন্ধু এবং ভালো খেলোয়াড় হিসেবে যে সকল মূল্যবোধ দিয়েছেন, তা আগামী প্রজন্মের জন্য উদাহরণ হয়ে থাকবে।

এই পোস্ট ও ভিডিও বার্তা প্রমাণ করছে, মুশফিকের অবসর শুধু দলের জন্য নয়, তার কাছের সহ-খেলোয়াড়দের জন্যও একটি দুঃখজনক মুহূর্ত। তবে, তারা তার সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ভবিষ্যতে তার জন্য শুভকামনা জানিয়েছেন।

তামিমের চাওয়ার ৯৪ টেস্ট খেলা মুশফিক অন্তত ১০০ টেস্ট খেলুন, ' তুই এখনেন টেষ্ট খেলছিস। বাংলাদেশের হয়ে কেউ এখনো ১০০তম টেস্ট খেলেনি। আশা করি তুই খেলবি। বাংলাদেশ তোকে খুব মিস করবে এটাই সত্য। ধন্যবাদ মুশফিক, ধন্যবাদ।'

তাসকিন তার পোস্টে মুশফিকের সঙ্গে কাটানো স্মৃতি, তার খেলা ও বাংলাদেশ ক্রিকেটে মুশফিকের অবদানের কথা উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, মুশফিকের মতো একজন অভিজ্ঞ ক্রিকেটারের অবসর বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি বড় ধাক্কা। তবে তার সিদ্ধান্তকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি তিনি মুশফিকের ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন।

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত লিখেছেন, 'লাখো মানুষকে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ মুশফিক ভাই।' সৌম্য লিখেছেন, 'অবসর শেষ নয়, নতুন অধ্যায়ের শুরু মাত্র।'

স্বদেশ প্রতিদিন/এমআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশের ক্রিকেট   বিশেষ ভিডিও বার্তা   তামিম ইকবাল   তামিম   তাসকিন   খেলা   ক্রিকেট   বিসিবি  







● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝