সোমবার ১০ মার্চ ২০২৫
   
আ.লীগ নির্বাচনে থাকবে কি না সে সিদ্ধান্ত তাদের, বিবিসিকে প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ১২:২৫ পিএম
বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক উত্তেজনা এবং বিভিন্ন প্রশ্নের মধ্যে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্পষ্ট জানিয়েছেন, আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে কি না, সেই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে আওয়ামী লীগকেই নিতে হবে। বৃহস্পতিবার (৬ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, "আওয়ামী লীগকেই সিদ্ধান্ত নিতে হবে তারা নির্বাচন করতে চায় কি না, আমি তাদের জন্য সিদ্ধান্ত নিতে পারি না। নির্বাচনে কারা অংশগ্রহণ করবে, তা নির্বাচন কমিশনই সিদ্ধান্ত নেবে।"

তিনি আরও বলেন, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চ মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে, নির্বাচনের তারিখ নির্ধারণে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে দেশের সংস্কার প্রক্রিয়া এবং সরকারের প্রস্তুতি। "যদি আমাদের ইচ্ছামতো দ্রুত সংস্কার করা যায়, তাহলে ডিসেম্বরে নির্বাচন হতে পারে, কিন্তু যদি সংস্কারের পরিমাণ বেশি হয়, তাহলে আমাদের আরও কিছু মাস সময় লাগবে," বলেন ড. ইউনূস।

ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, রাষ্ট্রের বড় ধরনের সংস্কারের প্রতিশ্রুতি ছিল, এবং এর জন্য প্রয়োজন সময়। যদিও এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের ৭ মাস পেরিয়ে গেলেও রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও পুরনো অবস্থায় রয়েছে বলে কিছু মানুষের অভিযোগ রয়েছে। তবে, ড. ইউনূস এসব মন্তব্যের জবাবে বলেন, "এখন যা ঘটছে, তা অন্য সময়ের চেয়ে আলাদা বা ভিন্ন কিছু নয়। যদি আপনি গত বছরের একই সময়ের সাথে তুলনা করেন, তবে আইনশৃঙ্খলা ঠিক আছে।"

বর্তমান সরকারের ওপর আস্থা এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে, বিশেষ করে আওয়ামী লীগ নেতাদের নিরাপত্তা নিয়ে। গত ফেব্রুয়ারিতে শেখ মুজিবুর রহমানসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই বিষয়ে ড. ইউনূস বলেন, "দেশে আদালত আছে, আইন আছে, থানা আছে। তারা গিয়েও অভিযোগ করতে পারে, এবং সেখানে আইন তার গতিতে কাজ করবে।"

এদিকে, ড. ইউনূস যুক্তরাষ্ট্রের বিদেশি সহায়তা কমানোর বিষয়ে মন্তব্য করে বলেন, "এটা তাদের সিদ্ধান্ত। তবে এটা ভালো হয়েছে, কারণ তারা এমন কিছু করছে যা আমরা করতে চেয়েছিলাম—যেমন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা।" তিনি বলেন, "এখন যখন এটি হবে, আমরা তা পূরণ করব।"

এছাড়া, ড. ইউনূস বাংলাদেশের অর্থনীতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধারের জন্য একটি দীর্ঘমেয়াদী সংস্কারের গুরুত্বকে তুলে ধরেছেন। তবে, বিশেষ করে আওয়ামী লীগকে নিয়ে প্রশ্ন উঠছে যে, তারা নির্বাচনে অংশ নেবে কি না এবং তাদের রাজনৈতিক ভবিষ্যত কী হবে। এই বিষয়ে, ড. ইউনূসের মত হলো, সিদ্ধান্তটি আওয়ামী লীগের হাতে এবং নির্বাচন কমিশনের এখতিয়ারাধীন।

স্বদেশ প্রতিদিন/এমআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝