প্রকাশ: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ৭:২৩ পিএম

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ব্রিজের ছাউনির রড চুরির অভিযোগে জেলা বিএনপি দলের এক নেতাসহ দুই কর্মীকে বহিষ্কার করেছে। গত বুধবার (৫ মার্চ) রাতে পিরোজপুর জেলা বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন— নাজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ১নং মাটিভাংগা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সরদার সাফায়েত হোসেন শাহিন, বিএনপির কর্মী মো. হেদায়েত হোসেন এবং জাহিদুল ইসলাম। পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওহিদুজ্জামান লাভলু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে।
বহিষ্কারের কারণ হিসেবে বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে উর্ধতন কতৃপক্ষের নির্দেশক্রমে এবং নাজিরপুর উপজেলা বিএনপির লিখিত আবেদনের ভিত্তিতে তাদের সদস্যপদসহ সকল পদ-পদবী থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এছাড়া, প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, "উপজেলা বিএনপির সকল পর্যায়ে নেতৃবৃন্দ ও নেতাকর্মীদের বহিস্কৃত নেতৃবৃন্দের সাথে কোনো প্রকার দলীয় সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।"
পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওহিদুজ্জামান লাভলু বলেন, "উর্ধতন কতৃপক্ষের নির্দেশ এবং উপজেলা বিএনপির আবেদনের প্রেক্ষিতে তাদের বহিষ্কার করা হয়েছে। যাদের দিয়ে দলের ভাবমূর্তি নষ্ট হবে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, এটাই তারেক রহমানের নির্দেশ। বিএনপি জনগণের পাশে দাঁড়ানোর একটি রাজনৈতিক দল।"
এ ঘটনায় বিএনপি দলের মধ্যে শৃঙ্খলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমআর