প্রকাশ: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ৭:৪১ পিএম আপডেট: ০৬.০৩.২০২৫ ৭:৫১ PM

বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় লালবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব নেছার উদ্দিন রাব্বির আয়োজনে টানা পঞ্চম দিনে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের অন্যতম যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী সলিমুল্লাহ মুসলিম (এস.এম) হল ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচি পালন করেন।
এসময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন লালবাগ থানা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আরাফাত হোসেন ইমন, সদস্য মিলন আহম্মেদ, ২৬ নং ওয়ার্ড ছাত্রদলের শাকিল আহম্মেদ, আরিফ, জোবায়ের, সাদ্দাম ও রাকিব, ২৫ নং ওয়ার্ড ছাত্রদলের সুমন ফকির সাকিব ও নাবিল আহম্মেদ, ২৪ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আদনান হোসেন ইমন, ২৩ নং ওয়ার্ড ছাত্রদলের সামাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ইফতার সামগ্রীতে খেজুর, আলুর চপ, বেগুণি, পেঁয়াজু, ছোলা, মুড়ি, কলা এবং মিনারেল ওয়াটার যুক্ত ছিল।
তরিকুল ইসলাম তারিক বলেন, দীর্ঘ ১৬ বছর আওয়ামী দুঃশাসন, নির্যাতন, নিপীড়ন, জেল-জুলুমকে উপেক্ষা করে ও বিরুদ্ধ রাজনৈতিক প্রবাহে সকল প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কাজ করে যাচ্ছে। পবিত্র মাহে রমজানেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এ বিষয়ে লালবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব নেছার উদ্দিন রাব্বি বলেন, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর। আমরা চাই মানুষ সারাদিন রোজা রেখে একটু ভালো খাবারের মাধ্যমে ইফতারি করুক। আমরা চাই সবাইকে নিয়ে একটি সুখি সমৃদ্ধশালী দেশ গঠন করতে। আসুন সবাই সবার জায়গা থেকে মানুষের অল্প হলেও সহযোগিতা করি। এতে করে সমাজের মাঝে যে বৈষম্য আছে তার থেকে মুক্তি পাবে আমাদের সমাজ।
স্বদেশ প্রতিদিন/এনআর