প্রকাশ: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ৮:২৬ পিএম

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি এবং যাত্রী পরিবহনের প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে। চলতি মাসের ১৪ মার্চ থেকে শুরু হচ্ছে ঈদের অগ্রিম টিকিট বিক্রি, যা চলবে ২০ মার্চ পর্যন্ত। এই সময়ে যাত্রীরা ২৪ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত চলাচলকারী ট্রেনের টিকিট সংগ্রহ করতে পারবেন।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন জানিয়েছেন, এবার ঈদে মোট ৫ জোড়া বিশেষ ট্রেন চলবে। ঈদ যাত্রা শুরু হবে ২৪ মার্চ থেকে। বিশেষ কিছু রুটে আরও ঈদ স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে, তবে এটি যাত্রী চাহিদা অনুযায়ী চূড়ান্ত করা হবে। ঈদযাত্রা উপলক্ষে প্রতিদিন ঢাকা থেকে ৩৫,৩১৫টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে।
রেল মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম জানিয়েছেন, ঈদযাত্রার প্রস্তুতির অংশ হিসেবে ৯ মার্চ রেলপথ মন্ত্রণালয়ে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে, যেখানে আরও বিস্তারিত জানানো হবে।
এছাড়া বিশেষ ট্রেনের সংখ্যা এবং রুটের বিষয়টি পরবর্তীতে জানাবে রেল কর্তৃপক্ষ।
স্বদেশ প্রতিদিন/এনআর