প্রকাশ: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ১০:৫৩ পিএম

যুক্তরাজ্যে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ভ্যালেরি জালুঝনি অভিযোগ করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমান বিশ্ব ধ্বংস করছে।
বৃহস্পতিবার লন্ডনের চ্যাথাম হাউসে এক প্যানেল আলোচনায় জালুঝনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব ধ্বংস করছে। শুধু 'অক্ষের মন্দ' ও রাশিয়া নয়, মার্কিন যুক্তরাষ্ট্রও এই পরিবর্তনে ভূমিকা রাখছে।
তিনি আরও সতর্ক করে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার সাথে আপস করার চেষ্টা করছে, যা ইউক্রেন ও ইউরোপের জন্য হুমকিস্বরূপ।
তার এই মন্তব্য এসেছে এমন এক সময়ে যখন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বিতর্কিত বৈঠকের পর দুই দেশের সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা চলছে।
জালুঝনির মতে, ট্রাম্প প্রশাসন রাশিয়ার সাথে আলোচনা শুরু করে ইউক্রেন ও ইউরোপকে পাশ কাটিয়ে যাচ্ছে। তিনি বলেন, ওয়াশিংটন এখন নিরাপত্তা বিষয়ক দায়িত্ব ইউরোপের উপর ছেড়ে দিতে চাইছে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ নেই।
ইউক্রেনের এই রাষ্ট্রদূত তার বক্তব্যে ন্যাটো জোটের ভবিষ্যত নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেন, "এখনকার পরিস্থিতিতে ন্যাটো হয়তো খুব শিগগিরি বন্ধ হয়ে যেতে পারে।" তিনি যুক্তরাষ্ট্রের বর্তমান পদক্ষেপকে রাশিয়ার প্রতি আপস হিসেবে তুলে ধরেন এবং সতর্ক করে বলেন, "রাশিয়ার পরবর্তী লক্ষ্য হতে পারে ইউরোপ।"
ট্রাম্প প্রশাসনের নীতিতে আমূল পরিবর্তনের পর ইউরোপ তার প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার চেষ্টা করছে। জেলেনস্কি ও ট্রাম্পের মধ্যে উত্তপ্ত বৈঠকের পর ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা জেলেনস্কির পাশে দাঁড়িয়েছে। জেলেনস্কি বলেছেন, বৈঠকটি "যেভাবে হওয়ার কথা ছিল, সেভাবে হয়নি" এবং এটি "অনুশোচনীয়"।
এদিকে, ইউরোপীয় নেতারা বৃহস্পতিবার ব্রাসেলসে এক জরুরি শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন। সেখানে তারা ইউক্রেনকে সমর্থন জানানোর পাশাপাশি আলোচনার টেবিলে আসন নেওয়ার চেষ্টা করছেন।
স্বদেশ প্রতিদিন/এনআর