শিক্ষার্থীদের নিয়ে গণইফতারের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে ছেলেদের ও উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা হলের সামনে মেয়েদের মাঝে ইফতার বিতরণ করে সংগঠনটি। এতে সতেরো শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফ হোসেন বলেন, প্রতিটি ছাত্রসংগঠন যদি এভাবে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে, তাহলে ক্যাম্পাসে সুষ্ঠু রাজনৈতিক ধারা অব্যাহত থাকবে। এতে শিক্ষার্থীরাও উপকৃত হবেন।
শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ইউসুব আলী বলেন, দীর্ঘদিন ধরে ইসলামী ছাত্রশিবিরকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। আমরা চাই এই কর্মসূচিগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা আমাদের কাছে আসুক, আমাদেরকে জানুক।
স্বদেশ প্রতিদিন/কেএইচ