সোমবার ১০ মার্চ ২০২৫
   
হান্ড্রেডের নিলামে ঝড় তুলতে প্রস্তুত ২৯ বাংলাদেশি, শীর্ষে সাকিব!
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ৫:০৬ পিএম
ইংল্যান্ডের ১০০ বলের ঘরোয়া আসর দ্য হান্ড্রেডের প্লেয়ার্স ড্রাফটে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের ২৯ ক্রিকেটার! এর মধ্যে সাকিব আল হাসান রয়েছেন অন্যতম শীর্ষমূল্যের ক্যাটাগরিতে।

১২ মার্চ অনুষ্ঠিতব্য ড্রাফটে বাংলাদেশের ক্রিকেটারদের ভাগ্য নির্ধারিত হবে। তবে এবার কোনো বাংলাদেশি নারী ক্রিকেটার অংশ নিচ্ছেন না। 

প্রভাবশালী অলরাউন্ডার সাকিব আল হাসানের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২০ হাজার পাউন্ড, যা বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ। যদিও তার বোলিং নিষিদ্ধ রয়েছে, তবুও তিনি দ্য হান্ড্রেডের দ্বিতীয় সর্বোচ্চ মূল্যমানের ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন।

তার পরেই আছেন রিশাদ হোসেন, যার ভিত্তিমূল্য ৬৩ হাজার পাউন্ড। এছাড়া ৫২ হাজার পাউন্ডের ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন তিন তারকা—লিটন দাস, তাওহীদ হৃদয় ও শেখ মেহেদী।

৪১ হাজার ৫০০ পাউন্ডের ভিত্তিমূল্যে তালিকায় রয়েছেন: তানজিদ হাসান তামিম, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম

এ ছাড়া নির্দিষ্ট ভিত্তিমূল্য ছাড়া তালিকায় আছেন আরও ২০ জন বাংলাদেশি ক্রিকেটার, যাদের মধ্যে উল্লেখযোগ্য: খালেদ আহমেদ, নাসুম আহমেদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, সৌম্য সরকার, রনি তালুকদার, মোহাম্মদ সাইফউদ্দিন

স্বদেশ প্রতিদিন/এনআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝