প্রকাশ: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ৭:১০ পিএম

সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার গাবুরা ইউনিয়নের সংগঠন “গাবুরা ওয়েলফেয়ার সোসাইটি ( ঢাকা অঞ্চল)” এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ষ্ঠ রমজান) ঢাকার দৈনিক বাংলা মোড় হোয়াং কিচেন রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়।
এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন গাবুরা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি হেলালুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আব্দুল্লাহ আল মাসুদ । পাশাপাশি উপস্থিত ছিলেন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ সাতক্ষীরা (ডুসাস) এর সভাপতি ও সাংগঠনিক সম্পাদক। আরও ছিলেন বিভিন্ন পেশার মানুষ ও ছাত্রছাত্রীবৃন্দ।
গাবুরা, সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার সুন্দরবনের কোল খোলপেটুয়া নদীর তীরে একটি দ্বীপ ইউনিয়ন অবস্থিত উপজেলা। এখানের মানুষ খুব চ্যালিনজিং এর মাধ্যমে বেড়ে ওঠে। এখানের মানুষ মূলত সুন্দরবন ও নদীর উপর নির্ভরশীল। তারা এসব উৎস থেকে জীবিকা নির্বাহ করে
স্বদেশ প্রতিদিন/এনআর