আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ শনিবার সাত নারীর নেতৃত্বে বিশেষ ফ্লাইট চালাবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এসব ফ্লাইটে ককপিট ও কেবিন ক্রু-সবাই হবেন নারী।
রাষ্টায়ত্ব সংস্থাটি জানিয়েছে, নারীর সমতা, ক্ষমতায়ন এবং সম্মানের প্রতি একাত্মতা প্রদর্শন করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইট পরিচালিত হচ্ছে।
ফ্লাইট ক্যাপ্টেন আনিতা ও ফার্স্ট অফিসার তাসনুভা পরিচালনা করবেন। বিশেষ ফ্লাইট বেলা ১১টা ২০ মিনিটে অপারেট হবে। বিমানের ঢাকা-ব্যাংকক-ঢাকা বিজি ৩৮৮ ফ্লাইটে দুজন নারী ককপিট ক্রু ছাড়াও থাকবেন ৫ জন নারী কেবিন ক্রু।
জানা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনস আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে নারীদের সমতা, ক্ষমতায়ন এবং নারীদের প্রতি সব ধরনের সহিংসতা ও বৈষম্য দূরীকরণের প্রতি একাত্মতা প্রদর্শনপূর্বক শনিবার (৮ মার্চ) এই বিশেষ ফ্লাইট পরিচালনা করছে।
স্বদেশ প্রতিদিন/কেএইচ