মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্লেনে এক নারী যাত্রী সব পোশাক খুলে ফেলে দিয়ে ২৫ মিনিট ধরে উদ্ভট আচরণ করেছেন। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাউথওয়েস্ট এয়ারলাইন্সে। ফ্লাইটটি টেক্সাসের হিউস্টন থেকে ফিনিক্সের উদ্দেশে যাত্রা করার কথা ছিল। খবর এনবিসির।
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, বিমানের সকল যাত্রীর সামনেই ওই নারী নিজের পোশাক খুলে ফেলছেন। এরপর সেই অবস্থায় তিনি বিমানের মধ্যে এক প্রান্ত থেকে অপর প্রান্তে হেঁটে বেড়িয়েছেন। মাঝে মাঝে আবার ককপিটের দরজায় জোরে জোরে আঘাতও করেছেন।
বিমানটি যখন ৩০ হাজার ফুট উচ্চতায় ছিল, তখন সেই যাত্রী বিমান থেকে বের হওয়ার জন্য জেদ করতে শুরু করেছিলেন। এই ঘটনার পরে এক বিমানকর্মী একটি কম্বল দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করেন সেই নারীকে। তবে সেই নারী নিজের শরীর থেকে কম্বলটি ফেলে দেন। বিমানটি পরে ফের হিউস্টনের বিমানবন্দরের গেটে ফিরে আসে।
ওই নারী যাত্রীর আচরণে পুরো বিমানে হইচই পড়ে যায়। সেখানে তখন অনেক শিশুও উপস্থিত ছিল।
উপস্থিত লোকেরা জানিয়েছে যে তিনি ককপিটের দরজায় পিটিয়ে পিটিয়ে ভেতরে ঢুকে পড়ার জন্য জেদ করছিলেন।
জানা যায়, সেই ফ্লাইটটি বিমানবন্দরে ফিরলে হিউস্টন পুলিশ সেই নারী যাত্রীকে আটক করে এবং তার চিকিৎসা করা হচ্ছে। তবে সেই নারীর বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হয়নি। এদিকে এই ঘটনার জেরে ফ্লাইটটি গন্তব্যে দেরিতে পৌঁছায়। তার জন্য সাউথওয়েস্ট এয়ারলাইন্স যাত্রীদের কাছে ক্ষমা প্রার্থনা করে।
স্বদেশ প্রতিদিন/কেএইচ