সোমবার ১০ মার্চ ২০২৫
   
ট্রাম্পের বদনজর এবার রাশিয়ার দিকে
হুমকি দিলেন নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ১০:০৮ AM
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ওপর শুল্ক ও নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছেন। যদিও তিনি ইউক্রেনের চেয়ে আক্রমণকারী দেশ রাশিয়াকে বেশি পছন্দ করেন বলে অভিযোগ রয়েছে।

গতকাল শুক্রবার (৭ মার্চ) নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প ইউক্রেনে রাশিয়ার আক্রমণের নিন্দা জানানোর বিষয়টি এড়িয়ে যান। যদিও জাতিসংঘ সনদের অধীনে এই আগ্রাসনকে অযৌক্তিক ও অপরাধ হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছে পশ্চিমা বিশ্ব। তবে ট্রাম্প রাশিয়ার সর্বশেষ বোমাবর্ষণের বিষয়টি উল্লেখ করেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের সঙ্গে সামরিক গোয়েন্দা তথ্য ভাগাভাগি সাময়িকভাবে বন্ধ করার ঘোষণা দেওয়ার কয়েকদিন পরেই এ হামলা চালানো হয়। খবর আলজাজিরার।

সামাজিক যোগাযোগমাধ্যমের ওই পোস্টে ট্রাম্প লেখেন, “যুদ্ধক্ষেত্রে রাশিয়া এই মুহূর্তে ইউক্রেনকে পুরোপুরি ‘আক্রমণ’ করছে, এই সত্যের ভিত্তিতে আমি যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত রাশিয়ার ওপর বৃহৎ আকারের ব্যাংকিং নিষেধাজ্ঞা, নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের কথা দৃঢ়ভাবে বিবেচনা করছি। শান্তির বিষয়ে চূড়ান্ত মীমাংসার চুক্তিতে পৌঁছানো গেছে। রাশিয়া ও ইউক্রেনের উদ্দেশে বলছি, এখনই আলোচনার টেবিলে বসুন, অনেক দেরি হওয়ার আগেই। ধন্যবাদ!”

ট্রাম্প বারবার রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ‘শান্তি প্রতিষ্ঠাকারী’ এবং ‘মধ্যস্থতাকারী’ হিসেবে কাজ করার ক্ষেত্রে তার লক্ষ্যের কথা বলেছেন। তবে ট্রাম্প ক্রমাগত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সমালোচনা করেছেন, একইসঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি অনুরাগ প্রকাশ করছেন।

সর্বশেষ গতকাল শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প ইউক্রেনের চেয়ে রাশিয়ার সঙ্গে আলোচনাকে ‘সহজ’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘সত্যি বলতে, ইউক্রেনের সঙ্গে আলোচনা করা আমার কাছে বেশি কঠিন মনে হচ্ছে এবং তাদের কাছে কোনো কার্ড নেই। কিন্তু রাশিয়ার সঙ্গে আলোচনা করা হয়তো আরও সহজ হবে।’

এর আগে শুক্রবার ভোরে রাশিয়া ইউক্রেনের জ্বালানি স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইউক্রেন জানিয়েছে, রাশিয়ার ড্রোনগুলোকে তারা আটকাতে সক্ষম হয়েছেন। তবে তারা আঘাত করার আগে ক্ষেপণাস্ত্রগুলোকে ধ্বংস করতে কমই সফল হয়েছেন।

এই হামলার পরই ট্রাম্প নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিলেন। শুক্রবার ওভাল অফিস থেকে ট্রাম্প বলেন, ‘ওরা (রাশিয়া) এখনও বোমাবর্ষণ করে ওদের (ইউক্রেন) ওপর হামলা চালাচ্ছে। ওটা করতে পারো। তুমি ওটা করতে পারো না। আমরা তাদের সাহায্য করার চেষ্টা করছি এবং ইউক্রেনকে অবশ্যই এগিয়ে আসতে হবে এবং কাজটি সম্পন্ন করতে হবে।’

স্বদেশ প্রতিদিন/কেএইচ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝