টাঙ্গাইলের মির্জাপুরে মাজহারুল ইসলাম পিন্টু নামে এক আওয়ামী লীগ নেতার ফেসবুক প্রোফাইল এবং কাভার ফটোতে খালেদা জিয়ার ছবি ব্যবহার করা হয়েছে। এতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে স্থানীয়দের মাঝে। তিনি উপজেলার বানাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
জানা গেছে, মাজহারুল ইসলাম পিন্টু বানাইল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।
২০০৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে তিনি আত্মীয়তার সূত্রে আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মীর এনায়েত হোসেন মন্টুর পক্ষে নির্বাচন করেন। এবং পরে আওয়ামী লীগে যোগ দেন। এর কিছুদিন পর বানাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি। বর্তমানে তিনি ওই পদেই আছেন।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট থেকে পিন্টুর ফেসবুক প্রোফাইল এবং কাভার ফটোতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি ব্যবহার করা হচ্ছে। এরপর ২১ আগস্ট স্থানীয় সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী এবং স্থানীয় বিএনপির কয়েকজন নেতার ছবি তার ফেসবুক আইডিতে পোস্ট করা হয়।
আওয়ামী লীগ নেতা মাজহারুল ইসলাম পিন্টুর ফেসবুক আইডিতে খালেদা জিয়া এবং বিএনপির নেতাদের ছবি পোস্ট হওয়ায় স্থানীয়দের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। এ নিয়ে তাকে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে।
এ বিষয়ে মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা সাংবাদিকদের বলেন, বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আওয়ামী লীগের পদধারী কোনো নেতা বিএনপিতে যোগদানের সুযোগ নেই। পিন্টুর বিএনপিতে যোগদানের বিষয়ে তার জানা নেই বলে তিনি জানান।
এ বিষয়ে মাজহারুল ইসলাম পিন্টু সাংবাদিকদের বলেন, ‘আমার আইডি হ্যাক হয়েছে। অনেক দিন ধরে আমার আইডি থেকে এসব পোস্ট দেওয়া হচ্ছে। এ বিষয়ে থানায় জিডি করা আছে। তিনি বলেন, আমি একসময় ছাত্রদল করতাম ঠিকই, বিগত এক যুগের বেশি সময় ধরে আওয়ামী লীগ করি। এখনো আওয়ামী লীগেই আছি। গত ১৫ আগস্ট শোক দিবস পালন করে আমি মামলার আসামি হয়েছি’, বলে দাবি করেন তিনি।
স্বদেশ প্রতিদিন/কেএইচ