সোমবার ১০ মার্চ ২০২৫
   
'নারীর ক্ষমতায়নের সুযোগ করে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান'
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ১১:৫০ AM
বিগত ১৬ বছর ধরে আন্তর্জাতিক নারী দিবসে জাতীয়তাবাদী মহিলা দল নির্বিঘ্নে কোনো কর্মসূচি পালন করতে পারেনি। এবার আন্তর্জাতিক নারী দিবস বাধাহীনভাবে উদযাপনের সুযোগ পাচ্ছে সংগঠনটি। জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ দিবসটিকে ঘিরে এবার নতুন করে নারীর ক্ষমতায়ন নিয়ে সোচ্চার হওয়ার কথা জানান। একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, আগের চেয়ে বেশি নারী এবারের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবেন।    

আজ শনিবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গণমাধ্যমের সঙ্গে এসব কথা বলেন জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।

সুলতানা আহমেদ বলেন, দেশে নারীর ক্ষমতায়নের সুযোগ করে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। পরবর্তীতে এ কাজ এগিয়ে নেন বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়া।

সুলতানা আহমেদ আরও বলেন, ‘এদেশে নারীর ক্ষমতায়ন শুরু হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে। তিনি প্রথম নারীকে পুলিশ, বিডিআরসহ সব জায়গায় অংশগ্রহণের অধিকার দিয়েছিলেন। পরবর্তীতে বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার আমলে নারীর ক্ষমতায়ন ব্যাপক পরিসরে করা হয়। খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। তিনিই মেয়েদের শিক্ষা ব্যবস্থায় উচ্চ মাধ্যমিক পর্যন্ত অবৈতনিক করে দিয়েছেন।’

মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ বলেন, ‘আজকে সব জায়াগাতেই নারীরা মেধার স্বাক্ষর রাখছেন। আমরা আশা করি, সর্ব ক্ষেত্রে নারীর ৩৩ শতাংশ অংশগ্রহণ কার্যকর করা হবে। আশা করছি, অন্যবারের চেয়ে এবারের নির্বাচনে নারীরা বেশি সুযোগ পাবেন। শুধু সংরক্ষিত আসনে নয়, সাধারণ আসনেও নির্বাচন করার জন্য আগের বেশি নারী এগিয়ে আসবে। বর্তমানে অনেক নারী সাধারণ আসনে নির্বাচনের জন্য প্রস্তুত আছে। তারা সরাসরি ভোটে অংশ নিতে চায়, তাদের যোগ্যতা রয়েছে। মেয়েরা কিন্তু পুরুষের চেয়ে কোনো অংশে কম নয়। শিক্ষা-দীক্ষা, আন্দোলন ও সংগ্রামে সব জায়গায় পুরুষের চেয়ে নারীরা এগিয়ে আছে।’

জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক বলেন, ‘আজকে নারীরা পাইলট হয়ে উড়োজাহাজ চালাচ্ছে, টেক্সি চালাচ্ছে। তারা নানা পেশায় নিয়োজিত রয়েছে। সর্বত্রই নারীদের পদচারণা।’

১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০ অনুচ্ছেদের সংশোধনী অনুযায়ী, ২০২০ সালের মধ্যে সব রাজনৈতিক দলের কমিটিতে ৩৩ শতাংশ নারী সদস্য রাখার কথা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। বিভিন্ন নারী সংগঠনের পক্ষ থেকে ২০২৫ সালের মধ্যে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব রাখার সুস্পষ্ট বিধানসহ পূর্ণাঙ্গ আইন হিসেবে পাস করে আরপিওতে যুক্ত করার জন্য আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে সুলতানা আহমেদ বলেন, ‘দলীয় পদপদবিতে নারীদের যথাযথভাবে অংশগ্রহণ এখনও পুরোপুরিভাবে কার্যকর করা সম্ভব হয়নি। দীর্ঘদিন আমাদের জাতীয় কাউন্সিল হচ্ছে না। সামনে কাউন্সিল আছে তখন বোঝা যাবে, কমিটিতে ৩৩ শতাংশ নারীর অংশগ্রহণ কতটা নিশ্চিত করা সম্ভব হয়।’

সুলতানা আহমেদ বলেন, ‘মহিলা দল, মহিলা দল করা হয়, মেয়েরো কেন মূল দলের যেতে পারবে না? যুগ্ম মহাসচিব হতে পারবে না? স্থায়ী কমিটিতে যেতে পারবে না? যদিও বর্তমানে নারীরা গুরুত্বপূর্ণ পদে রয়েছে, তবে সেটা সংখ্যায় খুবই কম।’

জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির গথন্তন্ত্রের ৩১ দফায় নারীর ক্ষমতায়নের কথা বলা আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নারীর ক্ষমতায়ন সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। নারীরা যেভাবে শিক্ষা-দীক্ষায় এগিয়ে যাচ্ছে। আগামী দিন হবে নারীদের। আমাদের সন্তানদের ভবিষৎ হবে উজ্জ্বল।

স্বদেশ প্রতিদিন/কেএইচ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝