প্রকাশ: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৩:৩৮ পিএম

মাগুরায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং দোষীর দ্রুত শাস্তির দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে মাগুরা জেলা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হয়ে বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
সমাবেশে বক্তারা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি তাদের গভীরভাবে উদ্বিগ্ন করছে। ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা অপরাধীদের আরও উৎসাহিত করছে। তারা দাবি করেন, সরকারকে কঠোর অবস্থান নিতে হবে এবং দ্রুততম সময়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মৌমিতা বলেন, আমরা পত্রিকা খুললেই একটা জিনিস দেখতে পাই, তা হচ্ছে ধর্ষণ। আমাদের প্রাণপ্রিয় শহর মাগুরাতে একটি শিশু নারকীয় ধর্ষণের শিকার হয়েছেন, এটি একজন মেয়ে হিসেবে আমাদের জন্য শুধু লজ্জার নয় বরং ভীতিকর। আমাদের মনে প্রশ্ন জাগে আমরা কি নিরাপদ? আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি, এমন নৃশংস ধর্ষকের প্রকাশ্যে ফাঁসির ব্যবস্থা করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ও মাগুরা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মেহেদী হাসান বলেন, মাগুরায় ধর্ষণের ঘটনা আমাদের জন্য লজ্জার। ধর্ষকের শাস্তির দীর্ঘসূত্রতা প্রমাণ করে আমাদের দেশের বিচারহীনতার সংস্কৃতি। আমাদের বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার ধর্ষকের শাস্তি দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করবে।
বক্তব্য শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন এবং ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের দাবিতে স্লোগান দেন।
স্বদেশ প্রতিদিন/এনআর