প্রকাশ: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৩:৫১ পিএম

ভোলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় অভিযুক্ত ৩ আসামীকে র্যাব গ্রেফতার করেছে। আজ শনিবার ভোর রাতে চরনোয়াবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর ভোলা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট মো. শাহরিয়ার রিফাত অভির নেতৃত্বে র্যাবের একটি দল আসামীদের অবস্থান সনাক্ত করে ভোলা সদর উপজেলার চরনোয়াবাদে পৃথক দুটি এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মামলার ১নং আসামী মোঃ কালিমুল্লাহ, ২ নং আসামী মোঃ হাবিবউল্লাহ খোকন ও ৪ নং আসামী মোঃ শাকিলকে গ্রেফতার করে। পরে আসামীদের আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, গত ৪ মার্চ পারিবারিক সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের অভিযোগে ঘটনাস্থলে গিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে সন্ত্রাসী হামলায় স্থানীয় দৈনিক ভোলা টাইমস পত্রিকার প্রধান সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ রাজিব ও অনলাইন নিউজ পোর্টাল ভোলা প্রকাশের সম্পাদক বিজয় বাইন আহত হন। পরে তাদের গুরুতর অবস্থায় ভোলা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ভোলা সদর থানায় চারজনের নাম উল্লেখসহ ২৫ জনকে আসামি করে মামলা দিয়েছেন বিজয় বাইন।
স্বদেশ প্রতিদিন/এনআর