প্রকাশ: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৪:০৮ পিএম

নোয়াখালীর হাতিয়া উপজেলার গুরুত্বপূর্ণ ভূঁইয়ারহাট-জাহাজমারা সড়ক বর্তমানে স্থানীয়দের কাছে ‘মরণ ফাঁদ’ নামে পরিচিত। দীর্ঘদিন ধরে রাস্তাটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, যা প্রতিদিনই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে।
এ সড়ক দিয়ে হাজারো মানুষ চলাচল করলেও সংস্কারের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের উদাসীনতা এবং সংশ্লিষ্ট দপ্তরের গাফিলতির কারণেই এই দুরাবস্থা। দ্রুত সংস্কার করা না হলে বড় ধরনের প্রাণহানির শঙ্কা রয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা।
ট্রাক চালক সাইফুল ইসলাম জানান, এই রোডের চাইতে জমি আরো ভালো আছে, এটাকে রোড বলা যায় না, পেটের দায়ে গাড়ি চালাই, একদিন চালালে আর একদিন ব্যথার জন্য আর গাড়ি চালাতে পারি না, জায়গায় জায়গায় গাড়ি নষ্ট হয়, লোকজন গালি দেয়।
নসিমনের ডাইভার বাবলু বলেন, এই রাস্তা দিয়ে গাড়ি চালানো যায় না, কয়েকবার মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে পরিবারের ভরণপোষণের জন্য গাড়ি নিয়ে বাইরে যেতে হয়। এটা রাস্তা নয়, এ রাস্তা কে আমরা মরণ ফাঁদ নাম দিয়েছি।
এদিকে, হাতিয়া 'ভূঁইয়ারহাট-জাহাজমারা' সড়ক মেরামত কাজের তদারকি কর্মকর্তা উপসহকারী প্রকৌশলী মো: সৈকত তথ্য দিতে অপরাগতা প্রকাশ করেন।
এই বিষয়ে সওজ এর উপবিভাগীয় প্রকৌশলী মোতাহার হোসেন মানিকের সাথে কথা হলে তিনি জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর কাছে আমরা নোটিশ পাঠাবো। যদি তারা অল্প সময়ের মধ্যে কাজ শুরু না করে, তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।
স্বদেশ প্রতিদিন/এনআর