সোমবার ১০ মার্চ ২০২৫
   
বনানীতে ৭ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার শ্রমিকদের, যান চলাচল স্বাভাবিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ১:৫১ পিএম আপডেট: ১০.০৩.২০২৫ ২:১৬ PM
রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় নারী পোশাক শ্রমিক নিহতের ঘটনায় করা সড়ক অবরোধ প্রত্যাহার করেছে গার্মেন্টস শ্রমিকরা। ৭ ঘণ্টা পর দুপুর ১টা ৪০ মিনিটের দিকে গার্মেন্টস শ্রমিকরা সড়ক থেকে সরে যান।

এতে দীর্ঘ সময় বন্ধ থাকা বিমানবন্দর সড়কে যান চলাচল শুরু হয়। 

দুপুর দেড়টার দিকে গুলশান থানার ডিসি তারিক হাসান এসে আন্দোলনরত শ্রমিকদের সাথে কথা বলেন। এসময় শ্রমিকরা এ ঘটনার ন্যায় বিচারসহ নিহতদের পরিবারের ক্ষতিপূরণ দাবি করেন। তাদের সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে অবরোধ কর্মসূচি থেকে সরে দাড়ান গার্মেন্টস শ্রমিকরা। 

এরপর থেকে মহাখালী-বিমানবন্দর সড়কে যান চলাচল শুরু হয়। 

এর আগে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় নারী পোশাক শ্রমিক নিহতের ঘটনায় আন্দোলনে নামেন গার্মেন্টসের শ্রমিকরা। এতে সড়ক জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়।

জানা গেছে, নিহত পোশাক শ্রমিকের নাম মিনারা আক্তার। এ ঘটনায় সুমাইয়া আক্তার নামে আরেক পোশাক শ্রমিক আহত হন। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোন পরিবহন দুর্ঘটনাটি ঘটিয়েছে তা জানা যায়নি। ওই দুর্ঘটনাকে কেন্দ্র করে পোশাক শ্রমিকরা ইনকামিং/আউটগোয়িং উভয় দিকের রাস্তা বন্ধ করে রাখে। এছাড়া পোশাক শ্রমিকরা এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যানবাহন চলাচল বন্ধ করে রাখে।

স্বদেশ প্রতিদিন/এনআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝