রবিবার ১৬ মার্চ ২০২৫
   
পরিবারের সঙ্গে বাংলাদেশে আসছেন হামজা, প্রস্তুতি অভিষেকের
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ৪:৫৩ পিএম আপডেট: ১৫.০৩.২০২৫ ৫:১০ PM

সময় ঘনিয়ে আসছে, বাংলাদেশের জার্সিতে অভিষেকের জন্য প্রস্তুত হামজা চৌধুরী। সব ঠিক থাকলে আগামীকাল (১৬ মার্চ) যুক্তরাজ্যের স্থানীয় সময় দুপুরে শেফিল্ড ওয়েডনেসডের বিপক্ষে ম্যাচ খেলে রাতেই বাংলাদেশের উদ্দেশে রওনা দেবেন তিনি। ১৭ মার্চ সিলেটে পৌঁছানোর কথা রয়েছে তার।

এই সফর হামজার জন্য বিশেষ, কারণ প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলতে আসছেন তিনি। তার সঙ্গে আসছেন মা, স্ত্রী, তিন সন্তান ও দুই ভাই। বাবা আগেই বাংলাদেশে চলে এসেছেন। হামজার ইচ্ছা, তার অভিষেক ম্যাচটি পরিবারের সবাই মাঠে বসে উপভোগ করুন।

২৫ মার্চ শিলংয়ের জহরলাল নেহরু স্টেডিয়ামে এএফসি এশিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। হামজার সঙ্গে যুক্তরাজ্য থেকে আসা পরিবারের সদস্যদের পাশাপাশি সিলেট থেকেও কয়েকজন থাকতে পারেন তার সঙ্গী হিসেবে।

১৭ মার্চ সিলেট পৌঁছানোর পর তিনি সেখান থেকে হবিগঞ্জে নিজের গ্রামের বাড়িতে যাবেন এবং সেখানেই রাত কাটাবেন। ১৮ মার্চও সেখানে থাকতে পারেন অথবা ঢাকায় চলে আসতে পারেন, বিষয়টি এখনও নিশ্চিত নয়।

১৯ মার্চ বাংলাদেশ দলের টিম হোটেলে আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হবে, যেখানে কোচ, অধিনায়ক ও হামজা উপস্থিত থাকবেন। সেদিন সকালেই দলীয় ফটোসেশন এবং বিকেল বা সন্ধ্যায় অনুশীলনও করার কথা রয়েছে।

২০ মার্চ সকালে বাংলাদেশ দল কলকাতা হয়ে শিলংয়ে যাবে। হাতে সময় কম থাকায় হামজার জন্য আপাতত সংবর্ধনার আয়োজন করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। তবে দলের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে তার অনুশীলনে অংশগ্রহণ নিশ্চিত করতে চায় কোচিং স্টাফ।

হামজার অভিষেক নিয়ে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। এখন অপেক্ষা ২৫ মার্চ, যখন প্রথমবারের মতো লাল-সবুজের জার্সিতে মাঠে নামবেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝