প্রকাশ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ৮:২৫ পিএম

বাগেরহাটের চিতলমারী উপজেলা জিয়া মঞ্চের সভাপতি নিজাম কাজী হত্যার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ মার্চ) দুপুরে জিয়া মঞ্চ রাজবাড়ী জেলা শাখার আয়োজনে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে এসে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় জিয়া মঞ্চের নেতারা বলেন, নিজাম কাজীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। অতি দ্রুত দোষীদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান জিয়া মঞ্চের নেতারা।
উল্লেখ্য, বাগেরহাটের চিতলমারী উপজেলার হিজলা ইউনিয়নে দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষরা নিজাম কাজীকে (৪৮) কুপিয়ে হত্যা করে।
স্বদেশ প্রতিদিন/এনআর