রবিবার ১৬ মার্চ ২০২৫
   
যশোরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
যশোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ৯:১৫ পিএম

যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের বকুলিয়া গ্রামে সংখ্যালঘু গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে আলাউদ্দীন সরদার ওরফে পল্টি আলাল (৬০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সকালে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান।
এর আগে শুক্রবার রাতে সাতক্ষীরার কলারোয়া উপজেলার রাইটা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত আলাউদ্দীন সরদার ওরফে পল্টি আলাল ঝিকরগাছা উপজেলার বকুলিয়া গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১২ মার্চ বুধবার সংখ্যালঘু ওই গৃহবধূর স্বামী তার দুই মেয়েকে নিয়ে আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। রাত সাড়ে ১১টার দিকে গৃহবধূ বাইরে বাথরুমে যান। এ সময় ঘরের দরজা খোলা পেয়ে একই গ্রামের আলাউদ্দীন ওই গৃহবধূর ঘরে ঢুকে পড়েন। পরে গৃহবধূকে ধারালো দা-এর ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এসময় গৃহবধূর চিৎকারে বাড়ির অন্যান্য লোকজন বেরিয়ে আসলে লম্পট আলাউদ্দীন নিজের গামছা, টর্চলাইট ও হাতে থাকা ধারালো গাছিদা ফেলে পালিয়ে যান।

পরে ওই গৃহবধূ ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার বরাবর বৃহস্পতিবার একটি লিখিত অভিযোগ করেন। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে ঝিকরগাছা থানায় একটি মামলা হয়। মামলার পর পুলিশ শুক্রবার রাতে অভিযান চালিয়ে সাতক্ষীরার কলারোয়া উপজেলার রাইটা গ্রাম থেকে আলাউদ্দীনকে গ্রেপ্তার করে। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, গ্রেপ্তারকৃত আসামিকে শনিবার সকালে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এনআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝