রবিবার ১৬ মার্চ ২০২৫
   
আশুলিয়ায় ছাত্রদলের ইফতার মাহফিল
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:
প্রকাশ: রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ১২:০৬ AM

সাভারের আশুলিয়ায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় এ আয়োজন করা হয়।

শনিবার ( ১৫ মার্চ) আশুলিয়ার জিরাবো এলাকায় জিরাবো জয়গুননেছা জামিয়াতুল উলুম মাদ্রাসায় অনুষ্ঠানের শুরুতে ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পিতা মরহুম দেওয়ান ইদ্রিসের কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক কর্মসূচি শুরু করা হয়। এরপর মাদ্রাসার একটি কক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সানোয়ার হোসেন, সাবেক প্রতিষ্ঠাতা আহ্বায়ক সদস্য আলহাজ মাদবর, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সদস্য রাশেদ ভূঁইয়া, আশুলিয়া থানা ছাত্রদলের নেতা মোহাম্মাদ মোজাম্মেল হোসেন এবং পাথালিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম শাওনসহ আশুলিয়া থানা ছাত্রদলের দেড় শতাধিক নেতা-কর্মী।

এছাড়া, ইফতার ও দোয়া মাহফিলে মাদ্রাসার প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শেষে দোয়া পরিচালনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।


স্বদেশ প্রতিদিন/এনআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝