রবিবার ১৬ মার্চ ২০২৫
   
স্কুলছাত্রীকে ধর্ষণ ও পিতা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ২:১৩ পিএম

বরগুনায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ ও তার পিতাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন বাংলাদেশ মহিলা পরিষদসহ বেশ কয়েকটি সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। 

রবিবার সকাল ১১ টায় বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে মহিলা পরিষদের নেতৃবৃন্দ, জাগো নারী ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালসহ বেশ কয়েকটি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন- দেশে নারী ও কন্যা শিশুর নির্যাতন ও ধর্ষণ নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ঘরে-বাইরে, কর্মক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বত্রই এর ভয়াবহ শিকার হচ্ছেন কন্যা শিশুসহ সকল বয়সী নারী। নৃশংসতার মাত্রা ও সংখ্যা বিবেচনায় সারা দেশে নারীর প্রতি সহিংসতায় দেশবাসী আতংকগ্রস্ত সময় অতিবাহিত করছে। এ পরিস্থিতি অগ্রহণযোগ্য। 

এদিকে ধর্ষণের শিকার সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর পিতা বরগুনা পৌর শহরের এক নং ওয়ার্ডের বাসিন্দা মন্টু দাস হত্যায় তিনজনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান জানিয়েছেন, আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে হত্যায় জড়িত অপরাধীকে অচিরেই গ্রেফতার করা হবে।

স্বদেশ প্রতিদিন/এনআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝