মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫
   
আপনারা ছাত্রদের ফ্যাসিবাদের প্রলোভন দেখাচ্ছেন: উপদেষ্টাদের উদ্দেশে রিজভী
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৫:৪০ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্যে বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আপনারা ছাত্রদেরকে কি ছবক দিচ্ছেন। আপনারা তো তাদেরকে আর একটা ফ্যাসিবাদের দিকে অথবা ডিক্টেটরশীপের প্রলোভন দেখাচ্ছেন। এইটা ঠিক না।

তিনি বলেন, গত ১৫ /১৬ বছরের আন্দোলন আর জুলাই আগস্ট আন্দোলন আপনারা বিভাজন করছেন কেন? এখানে সব রক্ত স্রোত একই মোহনায় সমুদ্রে গিয়ে মিলিত হয়েছে। এই রক্ত স্রোতের মিলিত মোহনায় শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। আপনারা যে কয়দিন আছেন মানুষের কল্যাণের জন্য কাজ করুন। এখনো মিনিকেট চাউলের দাম ৮৫ টাকা। 

সোমবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের উদ্যোগে মাগুরার আছিয়ার ধর্ষণকারীদের বিচারের দাবিতে এক সমাবেশ তিনি এসব কথা বলেন। 

রিজভী বলেন, অপরাধীদের সঠিক বিচার না হলে আমাদের সমাজ এগিয়ে যাবে না। আমরা আদিম অরণ্যের মধ্যে বসবাস করবো। আজকের এই আধুনিক যুগে এসে যখন মানুষ মহাবিশ্বে আর কোন গ্রহে মানুষের অস্তিত্ব আছে কিনা প্রাণীর অস্তিত্ব আছে কিনা এটা খুঁজে বেড়াচ্ছে। আর এই সময় বাংলাদেশে একটি শিশু নির্যাতনের শিকার হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে। তাও আবার নিজের আত্মীয়র দ্বারা। এর চেয়ে বেদনা ও কষ্ট আর কি আছে।

তিনি বলেন ,দুর্নীতি লুটপাটের টাকা এখনো সমাজে রয়েছে, তার কারণ হিসেবে বলা যায় একজন সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী বলেছেন "টাকা দিয়ে তার স্বামীকে জেল থেকে বের করে আনবেন"। টাকার কি গরম? টাকা দিয়ে আদালত কিনে নিবেন, পুলিশ কিনে নিবেন, এমনকি সবকিছুই করবেন। এটা কিন্তু শেখ হাসিনার ফ্যাসিবাদের রেশ। শুধু কি সাজ্জাদ একজনই? অনেক লুটপাটকারি টাকা নিয়ে সমাজের বিভিন্ন জায়গায় অবস্থান করছে। এরাই দেশকে অস্থিতিশীল করবে, বিকৃত করবে যাতে গণতান্ত্রিক আন্দোলনের যারা ছিল তাদের নিয়ে সমালোচনা করা যায়। আর দেশ থেকে যারা ভারতে গিয়ে পালিয়ে আছে তারা এগুলো করার চেষ্টা করে যাচ্ছে।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমার রহমানসহ মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/এনআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝