মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫
   
টয়লেটে নিয়ে প্রথম শ্রেণীর মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৭:৩৮ পিএম আপডেট: ১৭.০৩.২০২৫ ৭:৩৯ PM

সিরাজগঞ্জ পৌর শহরের রামগা‌তি মহল্লায় আট বছরের প্রথম শ্রেণীর এক মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

সোমবার (১৭ মার্চ) সকাল ১০ টার দি‌কে গুরুতর অসুস্থ অবস্থায় ভুক্তভোগী ছাত্রীকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় অভিযুক্ত মো. তাসসীবকে (১৭) আটক করে থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

অভিযুক্ত তাসসীব সিরাজগঞ্জ পৌর শহরের ১৩ নং ওয়ার্ড রামগাতি গ্রামের মো. সালাউদ্দিনের পুত্র। সে পৌর শহরের কওমী জুট মিলস হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী।

এ তথ্য নিশ্চিত করে সিরাজগঞ্জ সদর থানার ওসি তদন্ত মাসুদ রানা বলেন,তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, সকালে ওই ছাত্রী খেলা কর‌ছি‌লেন। এসময় তাসসীব টয়লেটে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে ওই শিক্ষার্থী চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আস‌লে অভিযুক্ত ধর্ষক পালিয়ে যায়। 

এদিকে ভুক্তভোগী শিক্ষার্থীর পাশে থেকে সার্বিক সহযোগিতা করার জন্য আশ্বাস প্রদান করেছেন সিরাজগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আবু হানিফ তালুকদার, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিনিধি ইমরান হাসান, সিরাজগঞ্জ সদর হাসপাতালের ছাত্র প্রতি‌নি‌ধি রাজিতা ভূঁইয়া।

এদি‌কে ছাত্রীর বাবা ব‌লেন, সুবিচারের জন্য থানায় মামলা দায়ের করা হবে। এর জন্য সকল প্রস্তুতি চলছে।

সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগ থেকে জানা যায়, প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। মেডিকেল রিপোর্ট আসলে বিস্তারিত জানানো যাবে।

স্বদেশ প্রতিদিন/এনআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝