মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫
   
জয়ার হাতে ট্রাডিশনাল কুইন অব দ্যা ইয়ার
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ১২:২৫ পিএম

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলার পুরস্কারের আগে কলকাতায় অনুষ্ঠিত হয়ে গেল ‘ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ড ২০২৫’। সোমবার (১৭ মার্চ) কলকাতার জে ডব্লিউ ম্যারিয়ট হোটেলে ফ্যাশনের ঝলক দেখিয়েছেন তারকারা।

প্রথমবারের মতো আয়োজিত এই অ্যাওয়ার্ডে পুরস্কৃত হন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। এদিন ‘ট্রেডিশনাল কুইন অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছেন তিনি।

পুরস্কার পাওয়ার পর সামাজিক মাধ্যমে খবরটি নিজেই জানিয়েছেন জয়া। পুরস্কার হাতে অনেকগুলো ছবি পোস্ট করে এই অভিনেত্রী লেখেন, এ বছর ঐতিহ্যবাহী গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডে ট্রেডিশনাল কুইন অব দ্য ইয়ার পুরস্কার পেয়ে আমি দারুণ খুশি। এই স্বীকৃতির জন্য ফিল্মফেয়ারের পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা। ফিল্মফেয়ার সব সময় আমাকে বিশেষ অনুভূতি দিয়েছে, এটি আমার দীর্ঘ যাত্রায় একটি নতুন সংযোজন হয়ে থাকবে।

এদিন কলকাতায় রেড কার্পেটে বাংলাদেশের ডিজাইনার সানায়া চৌধুরীর ডিজাইনে জলপাই রঙের সাইনি সিল্ক হাই স্লিট গাউনে নজর কাড়েন জয়া।

বলে রাখা যায়, ভারতীয় সিনেমার অন্যতম সম্মাননা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস। বলিউডের পাশাপাশি টলিউডেও ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’ দেওয়া হয়। ‘ভূতপরী’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন জয়া আহসান। টানা সাতবার মনোনয়নের সঙ্গে জয়া পেয়েছেন চারটি ফিল্মফেয়ার পুরস্কার।

ফ্যাশনের উদীয়মান মুখ (নারী)-  অঙ্গনা রায়

ফ্যাশনের উদীয়মান মুখ (পুরুষ)- শন বন্দ্যোপাধ্যায়

বর্ষসেরা হটস্টেপার (নারী)-  রুক্মিণী মৈত্র

বর্ষসেরা হটস্টেপার (পুরুষ)- অর্জুন চক্রবর্তী

ওম্যান অব স্টাইল অ্যান্ড সাবস্ট্যানস- স্বস্তিকা মুখোপাধ্যায়

ম্যান অব স্টাইল অ্যান্ড সাবস্ট্যানস-  আবির চট্টোপাধ্যায়

ফিট অ্যান্ড ফ্যাবুলাস (নারী)- পাওলি দাম

ফিট অ্যান্ড ফ্যাবুলাস (পুরুষ)- টোটা রায় চৌধুরী

মোস্ট গ্ল্যামারাস ইউথ আইকন (পুরুষ)- বিক্রম চট্টোপাধ্যায়

সমোস্ট গ্ল্যামারাস ইউথ আইকন (নারী)- সৌরসেনী মৈত্র

মোস্ট স্টাইলিশ স্টার (নারী)- শুভশ্রী গঙ্গোপাধ্যায়

মোস্ট স্টাইলিশ স্টার (পুরুষ) জিৎ

দ্য আল্টিমেট ডিভা টাইমলেস বিউটি- রূপা গঙ্গোপাধ্যায়

ফ্য়াশান রিস্ক টেকার অফ দ্যা ইয়ার- মনামী ঘোষ

স্টাইল আইকন (পুরুষ)- প্রসেনজিৎ

স্টাইল আইকন (নারী)- ঋতুপর্ণা সেনগুপ্ত

রেড কার্পেট লুক অব দ্য ইয়ার (পুরুষ) -অঙ্কুশ হাজরা

রেড কার্পেট লুক অব দ্য ইয়ার (নারী)- ঐন্দ্রিলা সেন

মোস্ট গ্ল্যামারাস স্টার (নারী) -কোয়েল মল্লিক

সবচেয়ে গ্ল্যামারাস তারকা (পুরুষ) -দেব

মোস্ট ফ্যাশনেবল স্টার কাপল - নুসরত জাহান এবং যশ দাশগুপ্ত

মোস্ট ফ্যাশনেবল স্টার (পুরুষ)- পরমব্রত চট্টোপাধ্যায়

মোস্ট ফ্যাশনেবল স্টার (নারী)- রাইমা সেন

বছরের সেরা ট্রেন্ডসেটার -মিমি চক্রবর্তী

স্পোর্টস আইকন- সৌরভ গঙ্গোপাধ্যায়

মোস্ট স্টাইলিশ ডিরেক্টর- রাজ চক্রবর্তী

হটেস্ট স্টার অব দ্যা ইয়ার (পুরুষ)-দেব

হটেস্ট স্টার অব দ্যা ইয়ার (নারী)-রাইমা সেন

ট্রেলব্লেজার অব দ্যা ইয়ার- জিৎ

আল্টিমেট ডিভা গায়িকা- ঊষা উত্থুপ

স্বদেশ প্রতিদিন/কেএইচ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝