বুধবার ১৯ মার্চ ২০২৫
   
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১
মিরসরাই প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ২:৩৪ পিএম আপডেট: ১৮.০৩.২০২৫ ৩:৩০ PM

মীরসরাই উপজেলায় বড়তাকিয়া মাজার গেইট এলাকায় মিনি কাভার্ডভ্যানের চাপায় রাম্তার পাশে দাঁড়িয়ে থাকা মীরা রানী ভৌমিক  (৫৩ ) নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন।

মঙ্গলবার (১৮ মার্চ)  দুপুর দেড়টার দিতে  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া মাজর গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মীরা রানী ভৌমিক খৈয়াছাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। আহত ব্যক্তিরা হলেন জোরারগঞ্জ থানার গোবিন্দপুর এলাকার শ্যামল নাথের পুত্র অরুপ নাথ (১৮) এবং রাজমিস্ত্রি স্বপন নাথ (৭০)।  

স্বপন নাথের অবস্থার অবনতি হওয়ায় স্থানীয় রেডিয়েন্স হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

মীরা রানীর মৃত্যুর খবর নিশ্চিত করেন রেডিয়েন্স হাসপাতালের কর্মরত চিকিৎসক ডাক্তার কে এম সাইফুল্লাহ রেজা।

স্থানীয় দোকানী সজিব হোসেন বলেন গাড়িতে উঠার জন্য এখানে তারা দাঁড়িয়েছিল। এসময় মিনি ক্যাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিলে ঘটনাস্থলে একজন নিহত হয়।

জোরারগঞ্জ হাইওয়ে থানার সার্জেন্ট মিনার জানান, এক ঘটনায় গাড়ির ড্রাইভারকে আটক করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এনআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝