প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৫:৫২ পিএম আপডেট: ১৮.০৩.২০২৫ ৫:৫৩ PM

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী বলেছেন, ভারতে যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়দের উপর অত্যাচার করা হচ্ছে তা মানবাধিকার লঙ্ঘন। এ সময় তিনি ভারতের সকল সম্প্রদায়ের মানুষের নিরাপত্তার দাবি জানান।
মঙ্গলবার বিকাল ৩ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ' ভারতে ভয়াবহ সংখ্যালঘু নির্যাতন বন্ধ ও উগ্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে শান্তিকামী বাংলাদেশ' শিরোনামে মানববন্ধনকালে তিনি এ কথা বলেন।
শরিফ ওসমান বিন হাদী বলেন , "ভারতের কোনকিছু বাংলাদেশের বাইরে করতে পারে না। ভারতের সবকিছুর ধাক্কা বাংলাদেশে এসে পড়ে। ভারত যখন বলে, ভারত সবসময় অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী তখন আমরা দেখতে পাই ভারতের মুসলামনদের উপর নির্যাতনের দৃশ্য। এছাড়াও আমরা দেখি কুকী চীনের নারীদের বিবস্ত্র করে নির্যাতন করার দৃশ্য।"
মানববন্ধনে ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেদ বলেন, "ভারতে হলি উৎসবকে কেন্দ্র করে ৬০ টি মসজিদ ত্রিপল দিয়ে ঢেকে দিয়েছে। এছাড়াও শাহজানপুরেও ৬৭টি মসজিদ ঢেকে দেওয়া হয়েছে। খালিদ নামের একজন ব্যক্তিকে খোলা স্থানে নামাজ পড়ায় তাকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ।"
ঢাবি শাখার সদস্য সচিব ফাতিমা আক্তার ঝুমা বলেন, "আমদের মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদকে সামনে রেখে আমরা যেভাবে কেনাকাটা ও নিজেকে রাঙিয়ে তুলছি ঠিক তার বিপরীত চিত্র ভারতীয় মুলসমানদের দৃশ্য। তারা আজ ভারতীয় উগ্র হিন্দুত্ববাদীদের দ্বারা নির্যাতিত। "
স্বদেশ প্রতিদিন/এনআর