বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫
   
শ্যামনগরে বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়ি জব্দ
সাতক্ষীরা প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৭:০৫ পিএম

সাতক্ষীরার শ্যামনগরে শুল্ক ফাঁকি দিয়ে আসা বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পাতার বিড়ি জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক মঙ্গলবার (১৮ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে সোমবার (১৭ মার্চ) রাত ৮টায় শ্যামনগরের মানিকখালি ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব বিড়ি জব্দ করা হয়।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পশ্চিম জোনের অধীনস্থ বিসিজি স্টেশন কৈখালী একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মানিকখালি ব্রিজের রাস্তা ব্যবহার করে শুল্ক ফাঁকি দিয়ে পাচারকালে ৮১ হাজার শলাকা ভারতীয় পাতার বিড়ি জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।

জব্দকৃত বিড়ি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, শুল্ক ফাঁকি দিয়ে আসা চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

স্বদেশ প্রতিদিন/এনআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝