প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ১০:১০ AM আপডেট: ১৯.০৩.২০২৫ ২:৪৩ PM

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী নাজমুল হাসান পাপনের খোঁজ পাওয়া গেছে লন্ডনে। জানা গেছে, সেন্ট্রাল লন্ডনের একটি অভিজাত হোটেলে থাকছেন পাপন। মঙ্গলবার (১৮ মার্চ) হোটেলের কাছে একটি সুপারস্টোর সেইন্সবারিতে কেনাকাটা করতে দেখা যায় তাকে।
স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলায়নের সঙ্গে সঙ্গে স্বৈরাচারের অনেক দোসরও রয়েছেন পলাতক। সাবেক বিসিবি সভাপতি পাপনও তাদের মধ্যে অন্যতম। কোথায় রয়েছেন পাপন তার হদিসেই এতদিন অপেক্ষায় ছিলেন দেশবাসী।
জানা যায়, ৫ আগস্টে বাংলাদেশে সরকার পরিবর্তনের পর ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যসহ অনেক নেতা। অন্যরা এসেছেন মাল্টিপল এন্ট্রির ভ্রমণ ও বিনিয়োগকারীসহ অন্য ভিসায়।
এ পর্যন্ত বেশ কয়েকজন নেতার ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় চাওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। তাদের মধ্যে আওয়ামী লীগের সাবেক এমপি রনজিত চন্দ্র সরকার ও বিধান কুমার সাহা আছেন। এরইমধ্যে একজনের অ্যাসাইলাম (শরণার্থী আইন) আবেদন মঞ্জুর হয়েছে। এখন তিনি তার স্ত্রী-সন্তানকে ব্রিটেনে আনার প্রক্রিয়া চালাচ্ছেন বলে জানা গেছে।
খালিদ মাহমুদ চৌধুরী পরিবারসহ আছেন লন্ডনে। সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রহমান, সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ারও আছেন লন্ডনে।
যুক্তরাজ্যে আসা নেতাদের কেউ কেউ লন্ডনে দলীয় অনুষ্ঠানে যাচ্ছেন। নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। আবার অনেকে নীরবে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাচ্ছেন।
স্বদেশ প্রতিদিন/কেএইচ