বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫
   
‘বান্ডিল বান্ডিল টাকা’য় ভাইরাল সেই সন্ত্রাসীর স্ত্রী এবার ভিক্ষার কথা বললেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ১১:০৬ AM আপডেট: ১৯.০৩.২০২৫ ১১:২৬ এএম

ঢাকার একটি শপিং মলে ঘোরাঘুরি করার সময় আটক হন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ। সাজ্জাদ যখন শপিং মলে আটক হন, তখন তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী তামান্না শারমিনও। কিন্তু তিনি সটকে পড়েন। পরে তিনি বান্ডিল বান্ডিল টাকা ছিটিয়ে জামাইকে ছাড়িয়ে আনার কথা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন। 

তামান্নার স্বামী সাজ্জাদের বিরুদ্ধে ১৭টি মামলার মধ্যে অন্তত দুটি হত্যার অভিযোগ রয়েছে। এরপর তাকে নগরের বায়েজিদ বোস্তামী ও চান্দগাঁও থানায় ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়।

তামান্না শারমিন শুরুর দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কাড়ি কাড়ি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে স্বামীকে মুক্ত করার’ ঘোষণা দিলেও এখন নতুন করে বলেছেন, প্রয়োজনে তিনি ভিক্ষাও করবেন।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তামান্না তার ফেসবুক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করেন। তবে, তার আরেকটি ভিডিও ভাইরাল হয়ে যায়, যেখানে তিনি বলেন, ‘যারা আমাকে গালমন্দ করছে, তাদের বিরুদ্ধে আমি সাইবার ক্রাইমের মামলা করবো। আমার স্বামীর জন্য ভিক্ষা করতে হলে, তাও আমি করবো। আপনারা যেভাবে কথা বলছেন, সেটা তো আমার পক্ষে নয়, তবে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

চট্টগ্রামে সাজ্জাদের ভূমিকা নিয়ে আলোচনা নতুন নয়। গত ২৮ জানুয়ারি রাতে ফেসবুক লাইভে এসে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমানকে প্রকাশ্যে পেটানোর হুমকি দেন সাজ্জাদ। ওই লাইভে তিনি বলেন, ‘তোর (ওসি) যদি শাস্তি না হয়, আমি তোকে কুত্তার মতো পেটাবো। অক্সিজেন থেকে বায়েজিদ পর্যন্ত কুত্তার মতো ন্যাংটা করে পেটাবো। কোর্টের রায় আসা পর্যন্ত তোরা টিকে থাকবি। যেখানেই থাকস আমি পিটাবো। প্রয়োজনে আমি মরে যাবো, তোদেরকে মেরে। তবুও আমি হার মানবো না।’ এই হুমকি দেওয়ার পর থানায় সাধারণ ডায়েরি করেন ওই ওসি।

স্বদেশ প্রতিদিন/কেএইচ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝