বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫
   
আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে গৃহবধূ ধর্ষণের শিকার
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ১২:১২ পিএম আপডেট: ১৯.০৩.২০২৫ ১২:৪৪ PM

চাঁদপুরের মতলব উত্তরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন। গত সোমবার রাতে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের মিঠুরকান্দি গ্রামে এঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত আব্দুল মজিদ নামে একজনকে গ্রেফতার করেছে মতলব উত্তর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করছেন মতলব উত্তর থানা অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক। ভুক্তভোগী গৃহবধূ ঢাকার আশুলিয়া থানা এলাকার বাসিন্দা। 

পুলিশ সূত্রে জানা যায় , মতলব উত্তর উপজেলার মিঠুরকান্দি গ্রামে ভুক্তভোগী ওই নারী বেড়াতে আসলে রাতে বাথরুমে যাওয়ার পথে আ. মজিদ প্রকাশ টুটুল (৪৩) এর সহায়তায় মো. মামুন (৪৫) মুখ চেপে ধরে ওই বাড়ী সংলগ্ন জনৈক নিজাম উদ্দিনের বাগানে নিয়ে ধর্ষণ করে।

এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় (১৮ মার্চ) ওই গৃহবধূ বাদী হয়ে মতলব উত্তর থানায় ধর্ষণের মামলা দায়ের করেন। মামলার পর অভিযান চালিয়ে জড়িতদের মধ্যে আব্দুল মজিদকে গ্রেপ্তার করে পুলিশ।
 
মতলব উত্তর অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক বলেন, এ ঘটনায় পর অভিযুক্ত আ. মজিদ প্রকাশ টুটুলকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

স্বদেশ প্রতিদিন/কেএইচ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝