প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৯:৫৪ পিএম

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থী এবং রায়পুরের যুব সমাজ। বুধবার (১৯ মার্চ) বিকেল সাড়ে ৩টায় রায়পুর - লক্ষ্মীপুর - চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক ওসমান গনি চত্বরের সামনে এ মানববন্ধন হয়।
এ সময় মানববন্ধনে শিক্ষার্থীরা ফিলিস্তিনে এই গণহত্যা বন্ধে বিশ্বের মুসলিম নেতৃবৃন্দদের ঐক্যবদ্ধ হয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
এই দিকে বাংলাদেশের বিরুদ্ধে যারা ভারতের কাছে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার এবং দেশের বিরুদ্ধে অপপ্রচার করে তাদেরকে দেশ ত্যাগ করার অনুরোধ জানান শিক্ষার্থীরা।
মানববন্ধন সফল করার জন্য অংশগ্রহণ করেন জোবায়ের আল হাসান, ফয়েজ আহমেদ, নাসির আল ইমরান, নাইম হোসেন, হৃদয়, মোস্তফা প্রমুখ।
স্বদেশ প্রতিদিন/এনআর