প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ১০:১৩ পিএম

‘জনতার দল’ নামে নতুন আরেকটি রাজনৈতিক দল বৃহস্পতিবার আত্মপ্রকাশ করবে। রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে দলটির আত্মপ্রকাশ ঘটবে। আজ বুধবার (১৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন নতুন দলটির মুখপাত্র ডেল এইচ খান।
তিনি বলেন, ‘আমরা মধ্যমপন্থী দল হিসেবে আত্মপ্রকাশ করছি। আমাদের দলে সামরিক (অব.) বেসামরিক, ব্যাংকার, আইনজীবী ও সিনিয়র সাংবাদিকদের নিয়ে দলটি গঠন করা হবে।’
জানা যায়, নতুন দলটির চেয়ারম্যান হবেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল।
বৃহস্পতিবার ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটের ১ নং হলে বিকেল ৩টায় দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হবে।
স্বদেশ প্রতিদিন/এনআর