বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫
   
'ঢাকা থেকে আগত যাত্রীদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা'
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ১১:২৪ পিএম

ঈদের ছুটিতে ঢাকা থেকে আগত যাত্রীদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন রাজবাড়ী পুলিশ সুপার শামিমা পারভীন। বুধবার রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত জেলা সড়ক পরিবহন মালিক সমিতির প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। 

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপণের লক্ষ্যে নৌপথ, রেলপথ ও সড়ক পথে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের নিমিত্তে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় তিনি বলেন, কোন অবস্থাতেই ঈদকে পুঁজি করে কোন প্রকার চাঁদাবাজি বা ভাড়া বেশি নেয়া যাবে না। যেকোন প্রয়োজনে জেলা পুলিশ সবার পাশে থাকবে।

সবশেষ সকলের প্রচেষ্টায় পবিত্র ঈদ-উল-ফিতর নিরাপদে ও উৎসব-উদ্দীপনার মধ্যে পালিত হবে বলে আশা প্রকাশ করে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার শামীমা পারভীন।

সভায় পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা,সরকার নির্ধারিত ভাড়ার বেশি ভাড়া না নেয়া, ট্রাফিক ব্যবস্থাপনা সহ সার্বিক নিরাপত্তা পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

এসময় রাজবাড়ী জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/এনআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝