বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫
   
গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ মিছিল
জাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ১১:৫৪ পিএম

গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। 

বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় নির্বিচার হামলার অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর চলমান গণহত্যা বন্ধের দাবি জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

আলী জাকি শাহরিয়ার বলেন, আমি জানি ইহুদিদের ইতিহাস আল্লাহর অবাধ্যতার ইতিহাস। বারবার শাস্তি পেয়েও অবাধ্যতার ইতিহাস। আল্লাহ তাদের অভিশপ্ত জাতি হিসেবে ঘোষণা করেছেন। আমরা মুসলিম জাতি বদর, উহুদে লড়াই করেছি, মক্কা বিজয় করেছি। আমাদের কোন পরাজয়ের ইতিহাস নেই। পার্শ্ববর্তী দেশে হিন্দুত্ববাদীরাও মুসলিমদের নির্যাতন করছে। আমরা চাই এসব বন্ধ হউক।

আব্দুর রশিদ জিতু বলেন,  যখন দেখি ফিলিস্তিনের নিস্পাপ মাসুম বাচ্চারা অকালে বোমা হামলায় প্রাণ হারায় তখন আমাদের হৃদয় কাঁদে। আমরা যখন সাহরি, ইফতারের পরিকল্পনা করি, তখন তারা তাদের প্রাণ সংশয় নিয়ে থাকে। জাতিসংঘ নামের মূলার সংগঠন আমাদের মানবতার সবক দিলেও যেখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেখানে কোন হস্তক্ষেপ করছে না। ওয়াইসি ইতোমধ্যেই ব্যর্থ ও অকার্যকর সংগঠন হিসেবে প্রমাণিত হয়েছে। প্রয়োজনে নতুন একটি ইসলামি সংগঠন গঠন করতে হবে। সকলের প্রতি আহ্বান, নিরীহ শিশু নারীদের কথা ভেবে আপনারা প্রতিরোধ গড়ে তুলুন।

স্বদেশ প্রতিদিন/এনআর


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝