বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫
   
ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ১২:৩১ AM আপডেট: ২০.০৩.২০২৫ ১২:৩৫ এএম

ঢাকায় কর্মরত রাজবাড়ী জেলার সাংবাদিকদের সংগঠন ‘ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এই ইফতার মাহফিলে অংশ নেন বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত গণমাধ্যম কর্মীরা। ইফতার উপলক্ষে এই মিলনমেলায় সদস্যরা একে অপরের সাথে কুশল বিনিময় করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নূরে আলম সিদ্দিকী হক। গণমাধ্যম ও সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন মাসিক সারগমের সম্পাদক ও ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতির উপদেষ্টা কাজী রওনাক হোসেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য ও সমিতির সহ-সভাপতি শাহীন হাসনাত, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আব্দুর রাজ্জাক, ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতির যুগ্ম-সম্পাদক ও দৈনিক চিত্রার সম্পাদক ইউনূস আলী, সমিতির অর্থ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের নগর সম্পাদক আশরাফুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য জুলফিকার আলী। এতে স্বাগত বক্তব্য দেন সমিতির সাংগঠনিক সম্পাদক ও আরটিভির সিনিয়র রিপোর্টার অরণ্য গফুর। 

উপস্থিত ছিলেন সমিতির দপ্তর সম্পাদক সময় টিভির মো. শামীম মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের নাহিদুর রহমান হিমেল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আহাম্মদ হোসেন বাবুসহ নির্বাহী পরিষদের সদস্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক যুগান্তরের মাল্টিমিডিয়া ইনচার্জ অমিত হাসান রবিন।

অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা রাজবাড়ী জেলা এবং সাংবাদিকতার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। পরে সংগঠনের উত্তরোত্তর সাফল্য এবং প্রয়াত সাধারণ সম্পাদক এম এ কুদ্দুসের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

স্বদেশ প্রতিদিন/এনআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝