শনিবার ২২ মার্চ ২০২৫
   
চবিতে ছাত্রশিবিরের দারসুল কুরআন ও গণ ইফতার
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ: শনিবার, ২২ মার্চ, ২০২৫, ১০:৫৩ AM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত ২০ দিনব্যাপী দারসুল কোরআন ও গণ-ইফতার সম্পন্ন হয়েছে। ‘মিনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’ নামক দাওয়াহ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ কার্যক্রমে প্রতিদিন প্রায় ২০০০-২২০০ শিক্ষার্থী অংশ নেন। পুরো আয়োজনে সর্বমোট ৪০-৪৫ হাজার শিক্ষার্থীকে ইফতার করানো হয়েছে বলে জানান সংগঠনটির নেতারা।

শুক্রবার (২১ মার্চ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে প্রায় ১২০০ ছাত্রের উপস্থিতিতে দারসুল কোরআনের সমাপনী অধিবেশনের মধ্য দিয়ে এ আয়োজনের সমাপ্তি ঘটে। 

সর্বশেষ দিনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী। প্রতিদিনের ইফতার আয়োজনে খেজুর, ফলমূল, শরবত, ছোলা, মুড়ি, বেগুনি, পিয়াজু, বিভিন্ন ধরনের মিষ্টি ও বিরিয়ানির বিশেষ ব্যবস্থা করা হয়, যাতে শিক্ষার্থীরা রমজানের বরকতময় মুহূর্তে স্বাচ্ছন্দ্যে ইফতার করতে পারেন। প্রতিদিন ইফতার ব্যবস্থাপনায় কাজ করেছেন প্রায় ১২০–১৫০ স্বেচ্ছাসেবক। ছেলেদের জন্য কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ এবং মেয়েদের জন্য ছাত্রী হলসমূহে এ আয়োজন করা হয়। 

সমাপনী বক্তব্যে বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ ইব্রাহীম বলেন, ২০ দিনব্যাপী এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। কোরআনের শিক্ষা ছড়িয়ে দেওয়া এবং শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে দৃঢ় করার লক্ষ্যে এ আয়োজন করা হয়। কোরআন হচ্ছে হেদায়াতের আলোকবর্তিকা। এর মাধ্যমে শিক্ষার্থীদের জীবনে নৈতিক ও আধ্যাত্মিক উন্নতি সাধনের চেষ্টা করেছি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রথম রমজান থেকে শুরু হওয়া এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে মানবিকতা, ভ্রাতৃত্ব এবং রমজানের মূল্যবোধকে আরও শক্তিশালী করেছে বলে মনে করছেন আয়োজকরা। আয়োজন নিয়ে শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন।

স্বদেশ প্রতিদিন/কেএইচ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝