রবিবার ২৩ মার্চ ২০২৫
   
কুষ্টিয়ায় সড়কে গাছ ফেলে বাসে ডাকাতি, হামলায় চালক আহত
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৭:৪৯ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

কুষ্টিয়ার মিরপুরে সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (২২ মার্চ) ভোরে উপজেলার কুষ্টিয়া-মেহেরপুর সড়কের ভাঙা বটতৈল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় একটি বাসের যাত্রীদের কাছ থেকে ডাকাতেরা টাকা ও মালপত্র লুটে নেয়।

ডাকাতদের হামলায় বাসের চালক আমজাদ হোসেন আহত হয়েছেন। তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত বাসচালক আমজাদ হোসেন বলেন, ঢাকা থেকে তাঁদের বাসটি রাত পৌনে ১১টার দিকে কুষ্টিয়ার উদ্দেশে রওনা দেয়। কুষ্টিয়া কাউন্টারে রাত সাড়ে ৩টায় যাত্রী নামিয়ে সেহরি শেষ করে যাত্রী নামাতে মেহেরপুর কাউন্টারে যাচ্ছিলেন। ভোররাত সাড়ে ৪টার দিকে সড়কে গাছ ফেলে এবং একটি ট্রাক আড়াআড়ি রাখা দেখে বাসের গতি কমিয়ে ফেলা হয়।

এ সময় আমজাদের বাসসহ কয়েকটি ট্রাক ও নসিমন আটকা পড়লে একদল মুখোশধারী ব্যক্তি জানালার গ্লাস ভেঙে বাসে ঢুকে গাড়ি থামাতে বলে। বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। তাতে একটি আঙুল কেটে যায়। অস্ত্রের মুখে যাত্রী ও বাসের স্টাফদের মারধর করে তাদের কাছ থেকে টাকা, মোবাইল ফোন, অন্যান্য মালামালসহ প্রায় ২ লাখ টাকার মালামাল নিয়ে যায়।

আমজাদ হোসেন বলেন, ‘বাসে পাঁচজন যাত্রী ও চারজন স্টাফ ছিলেন। এ সময় আটকে পড়া অন্য গাড়িগুলোতেও ডাকাতি হয়। ডাকাতের মারধরে আমি আহত হই। এ সময় হেলপার আমিনের সহযোগিতায় বাস ঘুরিয়ে কুষ্টিয়ার দিকে চলে আসি। ফিরে এসে আমি হাসপাতালে ভর্তি হই।’

এ বিষয়ে জানতে চাইলে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম মুঠো ফোনে বলেন, ‘বিষয়টি জেনেছি। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

স্বদেশ প্রতিদিন/এনআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝